২৬ মার্চ, ২০২৩ | ১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর   ●  খুটাখালী ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল, আলোচনা সভায় এমপি জাফর   ●  বঙ্গবন্ধুর পর শেখ হাসিনাই ইসলামের প্রচার-প্রসারে গুরুদায়িত্ব পালন করছেন   ●  বাঁকখালী নদী দখল ও দূষণমুক্ত করতে কউক ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বরাবরে বাপার স্মারকলিপি

রামুর পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নীতিশ বড়ুয়া,(রামু): বাংলাদেশের বৌদ্ধদের অন্যতম ধর্মীয়গুরু, একুশে পদকে ভূষিত, উপ-সংঘরাজ, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র চিকিৎসার দায়িত্ব গ্রহন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার (৮ আগষ্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বৌদ্ধ ধর্মীয়গুরু, পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে দেখতে এসে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান। মন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ ধর্মীয়গুরু, পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র শয্যা পাশে দীর্ঘক্ষন অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপচার্য ডা. কনক কান্তি বড়ুয়া, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহরের উপাধ্যক্ষ, পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র শিষ্য- ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, শীলপ্রিয় থের, সাবেক ছাত্রলীগ নেতা রাহুল বড়ুয়া, ওসমাণ গণি, বৌদ্ধ নেতা বংকিম বড়ুয়া ও সংশ্লিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া জানান, মহাবিহারের অধ্যক্ষ, পন্ডিত সত্যপ্রিয় মহাথের বার্ধক্য জনিত কারনে শারীরিক অসুস্থ বোধ করলে তাঁকে কক্সবাজারের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসকের পরামর্শে গত ৫ আগষ্ট (রোববার) উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। রোববার বিকালে কক্সবাজার থেকে বিমান যোগে ঢাকা নেয়ার প্রাক্কালে কক্সবাজার বিমান বন্দরে পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে দেখতে যান কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এসময় পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র চিকিৎসার দায়িত্ব নিয়ে এমপি কমল নগদ ২৫ হাজার টাকা দেন এবং পরবর্তী চিকিৎসার সকল প্রকার দায়িত্ব নেয়ার কথা জানান। বৌদ্ধ নেতা রাজু বড়–য়া পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র চিকিৎসার দায়িত্বসহ সার্বক্ষনিক খবরা-খবর নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের ও সাইমুম সরওয়ার কমল এমপি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।