১৮ নভেম্বর, ২০২৫ | ৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

রামুর পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নীতিশ বড়ুয়া,(রামু): বাংলাদেশের বৌদ্ধদের অন্যতম ধর্মীয়গুরু, একুশে পদকে ভূষিত, উপ-সংঘরাজ, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র চিকিৎসার দায়িত্ব গ্রহন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার (৮ আগষ্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বৌদ্ধ ধর্মীয়গুরু, পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে দেখতে এসে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান। মন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ ধর্মীয়গুরু, পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র শয্যা পাশে দীর্ঘক্ষন অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপচার্য ডা. কনক কান্তি বড়ুয়া, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহরের উপাধ্যক্ষ, পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র শিষ্য- ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, শীলপ্রিয় থের, সাবেক ছাত্রলীগ নেতা রাহুল বড়ুয়া, ওসমাণ গণি, বৌদ্ধ নেতা বংকিম বড়ুয়া ও সংশ্লিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া জানান, মহাবিহারের অধ্যক্ষ, পন্ডিত সত্যপ্রিয় মহাথের বার্ধক্য জনিত কারনে শারীরিক অসুস্থ বোধ করলে তাঁকে কক্সবাজারের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসকের পরামর্শে গত ৫ আগষ্ট (রোববার) উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। রোববার বিকালে কক্সবাজার থেকে বিমান যোগে ঢাকা নেয়ার প্রাক্কালে কক্সবাজার বিমান বন্দরে পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে দেখতে যান কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এসময় পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র চিকিৎসার দায়িত্ব নিয়ে এমপি কমল নগদ ২৫ হাজার টাকা দেন এবং পরবর্তী চিকিৎসার সকল প্রকার দায়িত্ব নেয়ার কথা জানান। বৌদ্ধ নেতা রাজু বড়–য়া পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র চিকিৎসার দায়িত্বসহ সার্বক্ষনিক খবরা-খবর নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের ও সাইমুম সরওয়ার কমল এমপি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।