আবুল কাশেম সাগর,রামুঃ কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনীতে বিভিন্ন কাপড়ের দোকান, মুদির দোকান, ফলের দোকান ও রেস্টুরেন্ট,যানজড় নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। মঙ্গলবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা শেষে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রামু চৌমুহনীতে যানজড় মুক্তভাবে জনসাধারণ চলাচল, ভেজাল সেমাই, ফলের দোকান, মুদির দোকানদারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা ও সতর্ক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
এদিকে নবাগত ইউএনও বাজারের এ ধরণের অভিযানকে সর্বসাধারণ সাধুবাদ জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।