৩০ মার্চ, ২০২৩ | ১৬ চৈত্র, ১৪২৯ | ৭ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  মহেশখালীতে উচ্ছেদ অভিযানে অবৈধ পাকা স্থাপনা ধ্বংস করলো বনবিভাগ; ৫০ একর বনভূমি দখলমুক্ত   ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর

রামুতে দুই ব্যবসায়িকে এসিড নিক্ষেপের ঘটনায় চৌমুহনী বণিক সমবায় সমিতির নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি:

রামুতে চৌমুহনী বণিক সমবায় সমিতি লি. এর দুই সদস্য টিপু বড়ুয়া ও দিপক বড়ুয়ার উপর এসিড নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা এবং দোষিদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চৌমুহনী বণিক সমবায় সমিতি লি. নেতৃবৃন্দ। মঙ্গলবার, ১ নভেম্বর সমিতির ব্যবস্থাপনা কমিটির সভায় এ দাবি জানানো হয়।

বণিক সমিতির দুই সদস্য এসিড সন্ত্রাসের শিকার হওয়ায় ব্যবসায়ি নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন বলেন- এ ঘটনায় রামুর ব্যবসায়িরা আতংকিত হয়ে পড়েছে। প্রকাশ্যে এ ধরনের এসিড নিক্ষেপে জড়িতরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। যা ব্যবসায়িদের আরও বেশী হতাশ করেছে। তাই অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য পুলিশ প্রশাসন সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে ভ‚মিকা রাখতে হবে। সভায় এসিড আক্রান্ত দুই ব্যবসায়িকে সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় এ ঘটনায় তীব্র নিন্দা দোষিদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন- চৌমুহনী বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, সহ সভাপতি মো. ইব্রাহীম আমিন, অর্থ সম্পাদক চম্পক বড়–য়া জুয়েল, কার্যকরী সদস্য ইউপি সদস্য আজিজুল হক আজিজ, নুরুল হক, নুরুল আলম ভূট্টো, মোহাম্মদ হোছাইন ও লোকমান হাকিম।

উল্লেখ্য গত ২৫ অক্টোবর রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঘরে ফেরার পথে রামুর প্রধান বানিজ্যিক কেন্দ্র চৌমুহনী স্টেশনের ভিক্টর প্লাজার সামনে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত সিএনজি অটো রিকসার ওপর থেকে টিপু বড়ুয়া ও দিপক বড়ুয়াকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে এ দুইজনে পুরো শরীর ঝলসে যায়। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।