২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৯ আশ্বিন, ১৪৩০ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান   ●  ১১ জেলার এসপিদের নিয়ে কক্সবাজারে গুরুত্ববহ সভা করলেন ডিআইজি নুরেআলম মিনা

রামুতে ডিবি পরিচয়ে ইয়াবা ছিনতাই করতে গিয়ে আটক ২ যুবদল নেতা

রামুর পানিরছড়া স্টেশনে ডিবি পুলিশ পরিচয়ে ইয়াবা ছিনতাই করতে গিয়ে যুবদল নেতাসহ ২ জনকে আটক করছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রশিদ নগর ইউনিয়নের জেটি রাস্তার মাথা এলাকায় টেকনাফ হতে চট্রগ্রামগামী বাস কে গতিরোধ করে পথিমধ্যে দুইজন যুবক। তারা ডিবি পরিচয়ে গাড়িতে আতঙ্খ সৃষ্টি করে। গাড়িতে যাত্রী থাকা অজ্ঞাত এক মহিলা কে টেনে হিচড়ে গাড়ি হতে নামিয়ে ফেলে। এক পর্যায়ে মহিলাটিকে সিএনজিতে তুলে জোরপূর্বক ভারুয়াখালী পর্যন্ত নিয়ে গেলে স্থানীয়রা তাদের আটক করে।

পরে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় মহিলাটিকে উদ্ধার করে এবং পরবর্তী উক্ত এলাকাবাসীর বিষয়টি ইয়াবা সংক্রান্ত বলে জানতে পারে। বিষয়টি তাদের সন্দেহ হলে রামু থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করেন। তাদের আটকের পর রামু উপজেলা জুড়ে হৈচৈ পড়ে গেছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ছিনতাইকারীদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন, কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া ঘাট পাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে সদর যুবদলের সহ-সভাপতি ও ঝিলংজা ইউনিয়ন পূর্ব শাখা যুবদলের সভাপতি ইনু মুহাম্মদ ইউনুচ ও একই এলাকার হানিবার ছেলে বাপ্পি নামের দুই যুবক। আটককৃত ও ছিনতাইয়ের কবলে পড়া মহিলার পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

এই ব্যাপারে জানতে রামু থানার অফিসার্স ইনচার্জ আবুল খায়ের কে ফোন দিলে তিনি জানান, এই ব্যাপারে একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিষয়টা খতিয়ে দেখছেন।

এদিকে আটককৃতদের ছাড়িয়ে নিতে মোটা অংকের টাকা নিয়ে দৌড়ঝাপ শুরু করেছে  বলে গোপনসূত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।