৬ ডিসেম্বর, ২০২৪ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  চকরিয়ায় বনের জমিতে বিএনপি নেতাদের পশুর হাট   ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী

রামুতে ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ সম্পন্ন : চল্লিশ উর্ধ্বে ইউএনও দল চ্যাম্পিয়ন

pic a
রামুতে ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ৩০ মার্চ সোমবার রাত ৯টায় উপজেলা অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন মাঠে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ফাইনালে মুখোমুখি হয় রামু অফিসার্স ক্লাব দল বনাম কক্স ৯৫ কক্সবাজার দল। এতে রামু অফিসার্স ক্লাব দল ২-১ সেটে কক্স ৯৫ কক্সবাজারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ৪০ এর উপরে দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (মোঃ মাসুদ হোসেন ও গিয়াস উদ্দিন কোং) দল বনাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (মাহবুবুর রহমান ও খন্দকার দেলোয়ার হোসেন) দল। উক্ত খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দল প্রতিপক্ষ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দলকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাতের শেষ ম্যাচে এককে মুখোমুখি হয় অফিসার্স ক্লাব আমিন ও রাজারকুল ব্যাডমিন্টন ক্লাব রুবেল। এতে রাজারকুল ব্যাডমিন্টন ক্লাব রুবেল প্রতিপক্ষ অফিসার্স ক্লাব আমিনকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন। অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রামু থানা অফিসার ইনচার্জ সাইকুল আহমেদ ভূঁইয়া, তদন্ত কর্মকর্তা, মোঃ কায় কিসলু, ফতেখাঁরকুল ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, কচ্ছপিয়া ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আমিন, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কাউয়ারখোপের সাবেক চেয়ারম্যান শামশুল আলম, রামু প্রেস ক্লাব সহ-সভাপতি নিতীশ বড়–য়া, আওয়ামীলীগ নেতা ওসমান সরওয়ার মামুন, রামু প্রেস ক্লাবের সদস্য মুহাম্মদ আবু বকর ছিদ্দিক এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। খেলায় আম্পায়ার ছিলেন অধ্যাপক মুজিবুল হক, সহকারি আম্পায়ার রুবেল দে। স্কোরবোর্ডে ছিলেন নুরুল হক চৌধুরী। খেলায় ইংরেজী ধারা ভাষ্যকার ও সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার রেফারি ওমর ফারুক মাসুম। উল্লেখ্য, ২৬শে ফেব্র“য়ারী হতে শুরু হওয়া টূর্ণামেন্টে দ্বৈত ও একক মিলিয়ে জেলার বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৬টি দল অংশ নেয়। অফিসার্স ক্লাবের অন্ত:কক্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৪সনের চ্যাম্পিয়ন সূর্যের হাসি দল ও রানার্স আপ নির্বাহী কর্মকর্তা দলকে ক্রেস্ট দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।