প্রেস বিজ্ঞপ্তি:
রামু পশ্চিম রাজারকুল আশরাফিয়া মুঈনুল ইসলাম মাদ্রাসা ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হযরত মরিয়ম আ. বালিকা হিফজ মাদ্রাসা ও এতিমখানায় সবক প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ পবিত্র আয়োজনে বেশ ক’জন শিক্ষার্থীকে হিফজুল কুরআনের প্রথম সবক প্রদান করেন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ আব্দুর রহীম রাহী।
তিনি বলেন, নবপ্রতিষ্ঠিত এ বালিকা হিফজখানা কুরআনুল কারীমের শিক্ষাধারায় এক বলিষ্ঠ সংযোজন। কুরআনের শিক্ষাদানকারী এরকম প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য আল্লাহর রহমত। তাই কুরআন-সুন্নাহর এ শিক্ষাধারার একনিষ্ঠ সহযোগী হওয়া আমাদের ঈমানী কর্তব্য।
২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাদ যোহর মাদ্রাসার মুহতামিম মাওলানা আরিফুল করিম শফির সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারকুলের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ সিকদার, কক্সবাজার মাদ্রাসা জামিয়াতুর রাশাদ এর পরিচালক মাওলানা আতাউল করীম শফি, বাংলাবাজার মাদ্রাসা যায়েদ বিন সাবিত র. এর পরিচালক মাওলানা হাফেজ মুবিনুল হক, তরুণ ওয়ায়েজ মাওলানা ওবায়দুল্লাহ রফিকসহ বিশিষ্ট ওলামায়েকেরাম, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
মাওলানা হাফেজ আব্দুর রহীম রাহীর মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।