২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

যৌন হয়রানী নির্মূলে অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির তাগিদ

Cox's Bazar Pic-31-03-2015
যৌন হয়রানী নির্মূলে অভিভাবকদের মাঝে আরো বেশী সচেতন হওয়া দরকার। পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলার কোন বিকল্প নেই। পরিবার থেকেই সন্তানদের নীতি-নৈতিকতার শিক্ষা দিতে হবে। তা না হলে সমাজ থেকে যৌন হয়রানীর মত সামাজিক ব্যাধি দূর করা সম্ভব নয়। মঙ্গলবার (৩১মার্চ) সকাল সাড়ে দশটায় কক্সবাজার জেলা নির্বাচন কমিশনের সার্ভার ষ্টেশন সম্মেলন কক্ষে বেসরকারী এনজিও ব্র্যাক আয়োজিত “মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব” (মেজনিন) কর্মসুচির আওতায় যৌন হয়রানি নির্মূলকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে কক্সবাজার জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
বক্তারা আরো বলেন, যৌন হয়রানী নির্মূলে মিডিয়ার ভূমিকা নেতিবাচকের চেয়ে ইতিবাচক করা জরুরী। শুধুমাত্র আইন প্রনয়ন করে নয়, এর সঠিক বাস্তবায়ন ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এক প্রজন্মেই সম্ভব যৌন হয়রানী নির্মূল করা। এছাড়া সমাজের সকল স্থরের জনগণকে যৌন হয়রানীর বিষয়ে সচেতনতা তৈরীতে কাজ করার জন্যও আহবান জানানো হয়।
ব্র্যাকের মেজনিন কর্মসুচির কক্সবাজার জেলা ব্যবস্থাপক সারা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- সিনিয়র সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু। বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি অজিত নন্দি। আলোচনায় অংশ নেন, সাংবাদিক আবদুর রহিম, ফরহাদ ইকবাল, হাসানুর রশিদ, মমতাজ উদ্দিন বাহারী, মোহাম্মদ জুনায়েদ, দীপক শর্মা দিপু, মোশেদুর রহমান খোকন, দীপন বিশ্বাস, এম. শাহজাহান চৌধুরী শাহীন, ইব্রাহিম খলিল মামুন, জাবেদ ইকবাল চৌধুরী, নুপা আলম, ইমাম খাইর, আহসান সুমন, সুজা উদ্দিন রুবেল, ছৈয়দুল কাদের, চঞ্চল দাশগুপ্ত, আনোয়ার হাসান চৌধুরী, অজিত কুমার দাশ হিমু, তুষার তুহিন, নুরুল আজিম নাহিদ প্রমুখ।
অনুষ্ঠানে মেজনিন কর্মসুচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট ঝর্ণা রানী দাশ ও সেক্টর স্পেশালিস্ট মাসুদ রানাসহ সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।