বাংলা ট্রিবিউনঃ কক্সবাজারের তালিকাভুক্ত ইয়াবা কারবারিদের স্থাবর-অস্থাবর সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, পুলিশের অপরাধ তদন্তবিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ডের ইন্টেলিজেন্স বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং ইন্টেলিজেন্স বিভাগের সমন্বয়ে ইয়াবা কারবারিদের সম্পদের অনুসন্ধান চলছে।
গত ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে ১০০ ইয়াবা কারবারি পুলিশের কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করা ওই ইয়াবা কারবারিদের মধ্যে এবার ৭৪ জনের সম্পদ অনুসন্ধান চলছে। এরআগে, বছরের প্রথম দিকেই শুরু হয় আরও ২৬ ইয়াবা কারবারির সম্পদের অনুসন্ধান।
কারাবন্দি ৭৪ ইয়াবা কারবারিকে ইতোমধ্যে সম্পদ বিবরণীর ফরম পৌঁছে দেওয়া হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে ইয়াবা কারবারি ও তাদের স্ত্রী-সন্তান, নির্ভরশীল আত্মীয়-স্বজন ও ব্যক্তির স্বনামে ও বেনামে আয় করা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও অর্জনের বিবরণী দুদক সচিব বরাবর জমা দিতে হবে।
কক্সবাজার জেলা কারাগারের এক কর্মকর্তা জানান, আত্মসমর্পণ করা ইয়াবা কারবারিদের মধ্যে ৯৭ জন কক্সবাজার কারাগারে আছেন। তিন জন মামলার সাক্ষ্য দেওয়ার জন্য চট্টগ্রাম কারাগারে অবস্থান করছেন।
এদিকে সোমবার (৩ জুন) দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য ইয়াবা কারবারিদের সম্পদের অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে দুদক প্রধান কার্যালয় থেকে অনুমোদন পাওয়ার পর ইয়াবা কারবারিদের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।
দুদক সূত্র বলছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, যাদের সম্পদ অনুসন্ধান করা হচ্ছে তাদের মধ্যে পাঁচ কোটি টাকা থেকে শত কোটি টাকার মালিক আছেন।
যাদের সম্পদ অনুসন্ধান করছে দুদক:
১. সাহেদ কামাল ওরফে সাহেদ, পিতা: মৃত নাজির আহম্মদ, সাং: আলীর ডেইল, ২নং ওয়ার্ড, সাবরাং ইউপি, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
২. মো. ইউনুস, পিতা: মৃত আব্দুল খালেক, সাং: নাইট্যংপাড়া ১নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
৩. মো. জামাল মেম্বার, পিতা: মৃত হায়দার আলী, সাং: আলীখালি, ৭নং ওয়ার্ড, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার
৪. রেজাউল করিম মেম্বার, পিতা: মৃত এবাদুল হক, সাং: উত্তরপাড়া, ৮ নং ওয়ার্ড, শাহ পরীর দ্বীপ, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
৫. মো. আবু তাহের, পিতা: জালাল আহম্মেদ, সাং: লেদা পূর্বপাড়া, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
৬. রমজান আলী, পিতা: মৃত আব্দুল জব্বার, সাং: হ্নীলা ফুলের ডেইল, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
৭. ফরিদ আলম, পিতা: মৃত লাল মিয়া, সাং: পূর্ব লেদা, হ্নীলা ইউপি, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
৮. মাহবুব আলম, পিতা: মৃত রশীদ আহমেদ, সাং: হ্নীলা পশ্চিম সিকদারপাড়া, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
৯. মো: আফছার, পিতা: নুরুল আলম, সাং: নাজিরপাড়া, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
১০. মো. হাবিবুর রহমান নূর হাবিব, পিতা: লাল মিয়া ওরফে লালু কসাই ওরফে অলী আহম্মেদ, সাং: নাইট্যাংপাড়া ১নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
১১. শামছুল আলম ওরফে শামসু মেম্বার, পিতা: আলী আহম্মদ ওরফে আলু গোলা, সাং: পানছড়িপাড়া সাবরাং ইউপি, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
১২. ইসমাইল, পিতা: মো. আইয়ুব, সাং: পুরাতন কল্যাণপাড়া, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
১৩. আব্দুল গণি, পিতা: মৃত নুরুল হক, সাং: মৌলভীপাড়া, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
১৪. মো. আলী, পিতা: মৃত হাজী কালা মিয়া, সাং: মৌলভীপাড়া, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
১৫. জামাল হোসেন, পিতা: মৃত কালা মিয়া, সাং: নাজিরপাড়া, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
১৬. আব্দুল হামিদ, পিতা: আব্দুল খালেক, সাং: কুচবনিয়াপাড়া, সাবারাং, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
১৭. নজরুল ইসলাম, পিতা: মৃত আবুল হাসান ওরফে হাছন, সাং: হ্নীলা পূর্ব পানখালি, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
১৮. রশিদ আহমেদ ওরফে রশিদ খুলু, পিতা: মৃত হাজী খায়রুল বশর ওরফে বশর, সাং: হ্নীলা পশ্চিম সিকদারপাড়া ৫নং ওয়ার্ড, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
১৯. মোয়াজ্জেম হোসেন ওরফে নানু মেম্বার, পিতা: মাস্টার সৈয়দ আহমদ, সাং: মুণ্ডার ডেইল, বেইল্যাপাড়া ১নং ওয়ার্ড, সাবরাং, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
২০. মো. সিরাজ, পিতা: শামছু মিয়া, সাং: জাহালিয়াপাড়া (লেগুরবিল) থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
২১. মো. আলম, পিতা: মৃত মোজাহার মিয়া, সাং: চৌধুরীপাড়া, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
২২. মো. আব্দুল্লাহ, পিতা: হাজি মো. শরীফ, সাং: মধ্যম ডেইলপাড়া ৬নং ওয়ার্ড সদর ইউপি, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
২৩. হোসেন আলী, পিতা: মো. কাসেম, সাং: রাজারছড়া, সদর ইউপি, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
২৪. মো. তৈয়ব, পিতা: মো. মৌলভী আলী হোসেন, সাং: দক্ষিণ নয়াপাড়া, সাবরাং ইউপি, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
২৫. নুরুল কবীর মিঝি, পিতা: সৈয়দ নূর, সাং: উত্তর জালিয়াপালং, সাত নং ওয়ার্ড, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার ।
২৬. শাহ আজম, পিতা: জামাল মেম্বার, সাং: উত্তর আলিখালী, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার ।
২৭. জাফর আহমেদ ওরফে জাফর, পিতা: হাজী খুইল্লা মিয়া, সাং : আলীর ডেইল, সাবরাং ইউপি, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার ।
২৮. জাফর আলম, পিতা আব্দুল গণি ওরফে গণি মিয়া, সাং : নাজিবপাড়া, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার ।
২৯. রুস্তম আলী ওরফে রুস্তম, পিতা : মৃত সৈয়দুল আলীম, সাং : হ্নীলা ফুলের ডেইল, থানা: টেকনাফ, জেলা : কক্সবাজার ।
৩০. মো. হোসেন ওরফে হোছাইন, পিতা : নূর আলী, সাং : পশ্চিম লেদা, হ্নীলা ইউপি, থানা: টেকনাফ, জেলা : কক্সবাজার ।
৩১. নূর আলম, পিতা : মৃত দুদু মিয়া, সাং : জালিয়াপাড়া, শাহ পরীর দ্বীপ, সাবরাং, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার ।
৩২. মো. হাশেম ওরফে আংকু, পিতা : মৃত হাছান আলী, সাং : উত্তর জালিয়াপাড়া ৭ নং ওয়ার্ড, পৌরসভা, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার ।
৩৩. শফিউল্লাহ, পিতা : মৃত আবুল কাশেম, সাং: জুম পাড়া, ২ নং ওয়ার্ড শামলাপুর, থানা টেকনাফ, জেলা : কক্সবাজার ।
৩৪. আবু তৈয়ব, পিতা : দিলদার আহম্মদ, সাং : ফুলের ডেইল হ্নীলা, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার ।
৩৫. আলী নেওয়াজ, পিতা : মৃত হোসেন, সাং: ফুলের ডেইল হ্নীলা, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার ।
৩৬. মো. জহুর আলম, পিতা : মো. আব্দুল কাদের, সাং : পশ্চিম লেদা, হ্নীলা, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৩৭. মো. হুসাইন, পিতা : মৃত কামাল হোসেন, সাং : পূর্ব লেদা হ্নীলা, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৩৮. মো. সিদ্দিক, পিতা : আমীর আলী, সাং : বড় হাবিব পাড়া, টেকনাফ সদর ইউপি, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৩৯. রবিউল আলম, পিতা : মৃত লাল মিয়া, সাং : লেদা পূর্বপাড়া, থানা:টেকনাফ, জেলা : কক্সবাজার।
৪০. হামিদ হোসেন, পিতা : হামিদ আলী, সাং : দক্ষিণ লেদা, থানা:টেকনাফ, জেলা : কক্সবাজার।
৪১. মো. আলম, পিতা : মো. রফিক. সাং : দক্ষিণ জালিয়াপাড়া, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৪২. মো. আইয়ূব, পিতা : মো. জামিল, সাং : শিলবনিয়া পাড়া, টেকনাফ সদর, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৪৩. মো. রাসেল, পিতা : মৃত ফজল আহম্মদ, সাং-মুক্তার ডেইল, সাবরাং, থানা- টেকনাফ, জেলা: কক্সবাজার।
৪৪. নুরুল আমিন, পিতা : মৃত ফজল আহম্মদ, সাং : মুক্তার ডেইল সাবরাং, থানা : টেকনাফ , জেলা : কক্সবাজার।
৪৫. বোরহান উদ্দিন, পিতা : মৃত নুরুল ইসলাম, সাং : পশ্চিম লেদা, হ্নীলা ইউপি, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৪৬. মো. কামাল হোসেন, পিতা: আজিজুর রহমান সাং: মাঠপাড়া, ৩ নং ওয়ার্ড, সদর ইউপি, থানা: টেকনাফ জেলা: কক্সবাজার।
৪৭. ইমান হোসেন, পিতা: ওসমান গণি, সাং: দক্ষিণ জালিয়াপাড়া, ৯ নং ওয়ার্ড পৌরসভা, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার ।
৪৮. হারুন, পিতা: রশিদ মিয়া, সাং: আলী খালী, হ্ণীলা, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
৪৯. শওকত আলম, পিতা: আব্দুল মাজেদ, সাং: কাটাবুনিয়া, সাবরাং, থানা: টেকনাফ জেলা: কক্সবাজার।
৫০. হোছাইন আহম্মদ, পিতা মোক্তার আহম্মদ, সাং: সাবরাং, চান্দুলী পাড়া, থানা: টেকনাফ জেলা: কক্সবাজার।
৫১. মো. আইয়ুব, পিতা: আব্দুর রশিদ, সাং: নাইট্যংপাড়া, ১ নং ওয়ার্ড, পৌরসভা, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
৫২. মো. আবু ছৈয়দ, পিতা : সোনা আলী মেম্বার, সাং : উত্তর শীলখালী, পৌরসভা ও থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৫৩. মো. রহিম উল্লাহ, পিতা: আমিন শরীফ, সাং: নাইট্যংপাড়া, ১ নং ওয়ার্ড, পৌরসভা, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
৫৪. মো. রফিক, পিতা: মৃত আব্দুল কাশিম, সাং: নাজিরপাড়া, ৮ নং ওয়ার্ড, থানা: টেকনাফ জেলা: কক্সবাজার।
৫৫. সেলিম, পিতা: সালাম, সাং: নতুন পাল্লানপাড়া ৪ নং ওয়ার্ড, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
৫৬. নুর মোহাম্মদ, পিতা: সোনা আলী, সাং: দক্ষিণ নয়াপাড়া, সাবরাং, থানা: টেকনাফ জেলা: কক্সবাজার।
৫৭. নুরুল বশর ওরফে কালাভাই, পিতা: হাজী মোজাফ্ফর আহমদ, সাং: তোলাইতলী, টেকনাফ সদর ইউপি, থানা: টেকনাফ জেলা: কক্সবাজার।
৫৮. মো. হেলাল, পিতা: নুরুল আলম ওরফে আব্দুল মোনাফ, সাং: নাজিয়াপাড়া, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
৫৯. বদিউর রহমান ওরফে বদুরান, পিতা: হাকিম আলী, সাং: সদর কছুবুনিয়া, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
৬০. আব্দুল করিম ওরফে করিম মাঝি, পিতা: মৃত মিয়া হোসেন, সাং: উত্তর লম্বরি, লেগুর বিল, ২ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, থানা: টেকনাফ জেলা: কক্সবাজার
৬১. সৈয়দ আলম, পিতা : মো. ইসলাম, সাং : মনতোলিয়া জুমপাড়া, ২ নং ওয়ার্ড, শামলাপুর, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৬২. মো. হাছন, পিতা : আব্দুল হাকিম, সাং : হাতিয়ারঘোনা, কাচারিপাড়া, ২ নং ওয়ার্ড, টেকনাফ সদর, ইউপি, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৬৩. নুরুল আলম, পিতা : হাজী আব্দুস শুকুর, মৃত : আব্দুল সাকুর, সাং : জাহাজপুরা (পূর্বপাড়া) ৬নং ওয়ার্ড, বাহারছড়া, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৬৪. আব্দুল কুদ্দুস, পিতা : মোহাম্মদ আলী, সাং : বাজারছড়া, ১নং ওয়ার্ড, সদর ইউপি, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৬৫. দিল মোহাম্মদ, পিতা : মো. ছিদ্দিক, সাং : হাতিয়ারঘোনা, ২নং ওয়ার্ড টেকনাফ সদর ইউপি, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৬৬. আলী আহম্মেদ, পিতা : মৃত মো. কাশেম, সাং-ঝিনাপাড়া, সাবরাং ইউপি, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৬৭. মো. সাকের মিয়া ওরফে সাকের মাঝি, পিতা: কবির আহ্ম্মদ, সাং: মুক্তার ডেইল, ১ নং ওয়ার্ড, সাবরাং ইউপি, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৬৮. আলমগীর ফয়সাল ওরফে লিটন, পিতা : মৃত মো. আব্দুল্লাহ, সাং: দক্ষিণ নয়াপাড়া, সাবরাং ইউপি, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৬৯. জাহাঙ্গীর আলম, পিতা: মৃত লাল মিয়া, সাং: পূর্ব লেদা, হ্নীলা ইউপি, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার ।
৭০. নুরুল আলম, পিতা: মৃত নুরুল ইসলাম বাইট্টা, সাং: নাজিরপাড়া, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৭১. সামছুল আলম শামীম, পিতা-মৃত আলকাস, সাং-শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৭২. মো. ইউনুচ, পিতা-হাজী নুরুল হক, সাং-মিঠা পানিরপাড়া, থানা : টেকনাফ, জেলা : কক্সবাজার।
৭৩. নুরুল আফসার ওরফে আফসার উদ্দিন, পিতা: মৃত অলি আহমেদ ওরফে লাল মিয়া, সাং: পশ্চিম পানখালী, থানা : টেকনাফ, জেলা: কক্সবাজার।
৭৪. মো. শাহজাহান আনছারী, পিতা: নুর মোহাম্মদ আনছারী, সাং-পশ্চিম লাবপাড়া, ঝিলংঝা, থানা: সদর মডেল, জেলা: কক্সবাজার।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।