১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৬


যে ১০টি দেশে ইন্টারনেটের গতি সবচেয়ে বেশি

(প্রিয় টেক) তথ্য প্রযুক্তির উন্নতির সাথে তাল মিলিয়ে বিভিন্ন দেশে ইন্টারনেটের গতির ক্ষেত্রেও আসছে বড় পরিবর্তন। দৈনন্দিন জীবনের অনেক কাজই করতে হয় ইন্টারনেটে। আর তাই ইন্টারনেটের গতি এই ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ।

বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গতি নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আকামাই। সেখানে তুলে ধরা হয়েছে দ্রুতগতির ইন্টারনেট সমৃদ্ধ ১০টি দেশের তালিকা। তালিকার প্রথম তিনটি দেশই এশিয়ার

১. দক্ষিণ কোরিয়া: ইন্টারনেটের গতির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ২২.২ এমবিপিএস।

২. হংকং: দ্বিতীয় স্থানে থাকা হংকংয়ে ইন্টারনেটের গড় গতি ১৬.৮ এমবিপিএস।

৩. জাপান: গত এক বছরে ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে জাপানে ইন্টারনেটের গতি বর্তমানে দাঁড়িয়েছে ১৫.২ এমবিপিএসে।

৪. সুইডেন: সুইডেনে ইন্টারনেটের গতি গড়ে ১৪.৬ এমবিপিএস।

৫. সুইজারল্যান্ড: তালিকার পঞ্চম অবস্থানে থাকা সুইজারল্যান্ডে ইন্টারনেটের গতি গড়ে ১৪.৫ এমবিপিএস।

akamai৬. নেদার‍ল্যান্ডস: নেদারল্যান্ডের অধিবাসীরা গড়ে ১৪.২ এমবিপিএস গতির ইন্টারনেট ব্যবহার করে থাকেন।

৭. লাটভিয়া: দেশটিতে ইন্টারনেটের গতি গড়ে ১৩ এমবিপিএস। গত বছর তালিকায় অষ্টম অবস্থানে ছিল লাটভিয়া।

৮. আয়ারল্যান্ড: গড়ে ১২.৭ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন আয়ারল্যান্ড অধিবাসীরা।

৯. চেক প্রজাতন্ত্র: তালিকার নবম অবস্থানে থাকা চেক প্রজাতন্ত্রে ইন্টারনেটের গতি গড়ে ১২.৩ এমবিপিএস।

১০. ফিনল্যান্ড: সর্বশেষ দশম অবস্থানে আছে ফিনল্যান্ড। দেশটিতে ইন্টারনেটের গতি গড়ে ১২.১ এমবিপিএস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।