প্রেস বিজ্ঞপ্তি : Social Awareness & Development বা SAD এর যাত্রা শুরু হয়েছে গত শুক্রবার। নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার জেলার উদীয়মান সামাজিক সংগঠন Social Awarness & Development (SAD) এর উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠান সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব রাজা সূর্য খাঁ সভাপতিত্বে এবং সংগঠনের উপজেলা ও জেলা প্রতিনিধি’র নিয়ে অনুষ্ঠান সঞ্চালনায় শুরু হয়। শুরুতে রামু উপজেলার নবাগত প্রতিনিধি এম.ডি এসআই রায়হান কোরআন তেলওয়াত এর মধ্যদিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব রাজা সূর্য খাঁ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহেশখালী প্রতিনিধি ও উন্নয়ন পরামর্শ দাতা জনাব ইকবাল সোহরাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলার প্রতিনিধি এম.ডি এসআই রায়হান, রাজীব খাদেম (কক্সবাজার সদর প্রতিনিধি), এম.ডি আবছার (উখিয়া প্রতিনিধি), মোজাহিদুল ইসলাম (মহেশখালী প্রতিনিধি) , সাইফুল ইসলাম সোহাদ ( কক্সবাজার প্রতিনিধি) , শাহ আজিজ ( কক্সবাজার সদর প্রতিনিধি), সোহেল মোহাম্মদ মোবিন চৌধুরী (উখিয়া প্রতিনিধি) , মোহাম্মদ রেজা (টেকনাফ প্রতিনিধি) সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।