২২ মার্চ, ২০২৩ | ৮ চৈত্র, ১৪২৯ | ২৯ শাবান, ১৪৪৪


শিরোনাম
  ●  ডিসিকে সাথে নিয়ে নতুন ১৯২ পরিবারে ঘরের চাবি তুলে দিলেন এমপি জাফর   ●  যাত্রীবেশে ইয়াবা পাচারকালে রামু ক্রসিং হাইওয়ে থানায় আটক ১   ●  উখিয়ায় অভিযোগকারীদের উল্টো চিঠি ইস্যু করে অভিযুক্ত শিক্ষা অফিসার!   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৭ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  বৈরী আবহাওয়া : সেন্টমার্টিনগামি জাহাজ চলাচল বন্ধ   ●  চকরিয়ার দুটি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিলেন এমপি জাফর আলম   ●  রামুতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আস্থা ও বিশ্বাসের ঠিকানা   ●  চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত   ●  জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এমপি জাফরের   ●  কক্সবাজার জেলা কারাগারে দিনব্যাপী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

মেয়র এলায়েন্স ফর হেলদী সিটি’র নবনির্বাচিত চেয়ারম্যানকে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি:

মেয়র এলায়েন্স ফর হেলদী সিটি’র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে সংবর্ধনা দিয়েছে পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের এই সংগঠনের পক্ষ থেকে দেয়া ফুলেল সংবর্ধনায় মেয়র মুজিবুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার টিটন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, বাংলা একাডেমির সচিব (যুগ্ম সচিব) এএইচ এম লোকমান, কাউন্সিলর সালাউদ্দিন সেতু। এসময় কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, কাউন্সিলর ইয়াছমিন আকতার, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, সহকারী প্রকৌশলী রুমেল বড়ুয়া, বিএপিএস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা শামিম আকতার, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা রাসেল চৌধুরী।
প্রসঙ্গত: “এশিয়ান প্যাসিফিক সিটিজ এলায়েন্স ফর হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট-এপিকেট” দক্ষিণ এশিয়ার বিভিন্ন শহরে মেয়রদের নিয়ে এ ধরনের সম্মেলনের আয়োজন করে থাকে। এরকম একটি সম্মেলন ২০১৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের কিছু মেয়র এবং সংসদ সদস্যের সমন্বয়ে “মেয়র এলায়েন্স ফর হেলদী সিটি” গঠিত হয়। যার মাধ্যমে বাংলাদেশের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে মেয়ররা তাদের স্ব-স্ব প্রতিষ্ঠান ও সম্মিলিতভাবে কাজ করবার অঙ্গিকার ব্যক্ত করেন। সেই ধারাবাহিকতায় কক্সবাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কক্সবাজারের মেয়র মুজিবুর রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। একই সাথে সাভার পৌরসভার মেয়র হাজী আবদুল গণি কো-চেয়ারম্যান এবং ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবিরকে সদস্য সচিব করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।