৩০ মার্চ, ২০২৩ | ১৬ চৈত্র, ১৪২৯ | ৭ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  মহেশখালীতে উচ্ছেদ অভিযানে অবৈধ পাকা স্থাপনা ধ্বংস করলো বনবিভাগ; ৫০ একর বনভূমি দখলমুক্ত   ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর

মুক্তি পেলো অপহৃত ২৯ জেলে

 Coxs-arms-News_thereport24

 বাংলাদেশের কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের কাছে একটি মাছধরা ট্রলারে হামলা করে ২৯জন জেলেকে অপহরণের ১২ ঘণ্টা পর তাদের ছেড়ে দিয়েছে দস্যুরা।

ডাকাতির শিকার আরো একটি ট্রলারের ২৬ জন জেলেকেও এদের সঙ্গে মুক্তি দেয়া হয়েছে। তাদের মুক্তির জন্য কোনো মুক্তিপণ দেওয়া হয়েছে কীনা সে বিষয়ে কিছু জানা যায় নি। কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের কাছে একটি মাছধরা ট্রলারে হামলা করে বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে ২৯ জন জেলেকে দস্যুরা অপহরণ করে বলে ওই ট্রলার মালিক জানান।

ট্রলারের মালিক জয়নাল আবেদিন জানিয়েছেন রোববার সমুদ্রে মাছ ধরতে যাওয়া তার তিনটি ট্রলার যখন ফিরছিল তখন একটির ওপর হামলা চালিয়ে দস্যুরা ২৯জনকে অপহরণ করে নিয়ে যায়।

জয়নাল আবেদিন জানান, গভীর সমুদ্র থেকে বন্দরে ফেরার সময় আক্রান্ত ট্রলারে ৩১ জন জেলে ছিল। এদের মধ্যে তিনজন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে, যদিও এদের একজনকে দস্যুরা আবার তুলে নিয়ে যায়। কক্সবাজার এলাকায় প্রায়ই  এর আগে ২৬ জন জেলেসহ আরেকজন মালিকের একটি ট্রলারও দস্যুরা অপহরণ করেছিল। আবেদিনের ট্রলারের ২৯জন জেলের সঙ্গে তাদেরও মুক্তি দেওয়া হয়েছে বলে কোস্টগার্ড বাহিনী জানিয়েছে। সমুদ্রের এই এলাকায় প্রায়ই ডাকাতির অভিযোগ ওঠে। গত মার্চেই কক্সবাজার এলাকায় অর্ধ শতাধিক ট্রলারে ডাকাতি হয়েছে বলে বোট মালিক সমিতি জানিয়েছে। ২০১৩ সালের এপ্রিলে একটি ডাকাতির পর অন্তত কুড়িজন জেলেকে হত্যা করেছিল ডাকাতরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।