১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  বিদগ্ধজনদের নিয়ে বিরূপ মন্তব্য থেকে প্রতিপক্ষকে বিরত থাকার আহবান মেয়র প্রার্থী মাহাবুবের   ●  কক্সবাজার পৌরসভার উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন   ●  কক্সবাজারে ওয়ার্ল্ডফিশ এর সিনার্জিস্টিক পার্টনারশীপ কর্মশালা   ●  সাগরে ইঞ্জিল বিকল হয়ে ১৩ দিন ভাসতে থাকা ২১ জেলে জীবিত উদ্ধার   ●  চকরিয়া ও টেকনাফে শীঘ্রই চালু হচ্ছে কউকের জোনাল অফিস   ●  মরিচ্যায় ভয়ংকর অপহরণকারী সিন্ডিকেট শীর্ষক সংবাদের নিন্দা ও প্রতিবাদ   ●  পেশীশক্তির প্রদর্শন ও হুমকি দিয়ে নৌকা বিজয় ঠেকানোর চেষ্টা বোকামী : মেয়র প্রার্থী মাহাবুব   ●  র‍্যাবের জালে ধরা পড়ল ৯ লাখ ইয়াবাসহ ৫ মাদক কারবারি: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার   ●  ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার   ●  হাফেজখানা ও এতিমখানার ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মুকুটের গোলে ফাইনালে পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশ

Ramu Football News Pic  27.5

রামুতে ‘ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় মুকুট বড়–য়ার গোলে জয় পেয়ে ‘চাকমারকুল পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশ’ ফাইনালে খেলা নিশ্চিত করেছে। গতকাল বুধবার (২৭ মে) বিকাল ৫ টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় ‘চাকমারকুল পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশ’ ১-০ গোলে ‘দক্ষিণ মিঠাছড়ি সোনার বাংলা ক্রীড়া সংঘ’কে পরাজিত করেছে। ‘চাকমারকুল পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশের মুকুট বড়ুয়ার হাতে ম্যাচসেরা পুরষ্কার তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ডিএফএ’র সাধারণ সম্পাদক জ্যোতিঃর্ম্ময় বড়–য়া মঙ্গল।
রামু ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি আছারুল হক ভূট্টো’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের যুগ্ম সম্পাদক খালেদ শহীদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, রামু রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সোয়েব সাঈদ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শিপন বড়–য়া সুপন প্রমুখ। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, সুবীর বড়–য়া বুলু। সহকারী রেফারী ছিলেন, মোহাম্মদ আলী ও সিরাজুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ওমর ফারুক মাসুম। সেরা খেলোয়াড় নির্বাচন করেন, কক্সবাজার জেলা দলের সাবেক ফুটবলার শিপন বড়–য়া।
খেলার শুরু থেকেই উভয় দল আধিপত্য বিস্তার করে খেলতে শুরু করে। প্রথমার্ধের ২০ মিনিটে পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশের নির্ভরযোগ্য খেলোয়াড়র মুকুট বড়–য়া থেকে বল পেয়েও করিম গোল করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে সুযোগটা নিজেই কাজে লাগায় মুকুট বুড়–য়া। বিপক্ষ দলের ফাউল থেকে বল পেয়ে মাঝ মাঠ থেকে সরাসরি কিকে গোল করে। মুকুটের গোলে পুর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশ ১-০ গোলে এগিয়ে যায়। উভয় দলের খেলোয়াড়রা আরো বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। ফলে ১-০ গোলে পরাজয় নিয়ে মাঠ ত্যাগ করে দক্ষিণ মিঠাছড়ি সোনার বাংলা ক্রীড়া সংঘ। জয়ের উদ্বীপনায় ফাইনালের খেলার উল্লাস করে চাকমারকুল পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশ।
চাকমারকুল পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশ ঃ মোস্তফা (গোলরক্ষক), করিম, দিদার, রমজান, শাহজাহান, মুকুট বড়–য়া, রুবেল বড়–য়া, যাইফ, রিদুয়ান, হানিফ, আরিফ, রিদুয়ান-২, জহির, যাঈদ। দক্ষিণ মিঠাছড়ি সোনার বাংলা ক্রীড়া সংঘ ঃ নাছির (অধিনায়ক), আকাশ (গোলরক্ষক), সাঈদ আকাশ, অজয়, মহিউদ্দিন, সেরো, শহীদ, গিয়াস, সাদ্দাম, মুন্না, মুছা, লারা, বাহাদুর, রাশেদ, জাহেদ। আগামীকাল শুক্রবার (২৯ মে) বিকাল ৫টায় টুণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মুখোমুখি হবে ‘রামু অলষ্টার ফুটবল দল’ বনাম ‘মায়ের দোয়া দরগাহপাড়া খেলোয়াড় সমিতি’।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।