২৩ মার্চ, ২০২৩ | ৯ চৈত্র, ১৪২৯ | ৩০ শাবান, ১৪৪৪


শিরোনাম
  ●  মাহে রমজান উপলক্ষে জেলা ও পৌরবাসীকে মেয়র মুজিবের শুভেচ্ছা-মোবারকবাদ   ●  ডিসিকে সাথে নিয়ে নতুন ১৯২ পরিবারে ঘরের চাবি তুলে দিলেন এমপি জাফর   ●  যাত্রীবেশে ইয়াবা পাচারকালে রামু ক্রসিং হাইওয়ে থানায় আটক ১   ●  উখিয়ায় অভিযোগকারীদের উল্টো চিঠি ইস্যু করে অভিযুক্ত শিক্ষা অফিসার!   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৭ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  বৈরী আবহাওয়া : সেন্টমার্টিনগামি জাহাজ চলাচল বন্ধ   ●  চকরিয়ার দুটি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিলেন এমপি জাফর আলম   ●  রামুতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আস্থা ও বিশ্বাসের ঠিকানা   ●  চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত   ●  জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এমপি জাফরের

মানবপাচার রোধে একাধিক মন্ত্রণালয়ের সমন্বয়ে কমিটি

Mossharraf_sm_851408946

মানবপাচার রোধে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (৬ মে) বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ‍এ কথা জানান।

মন্ত্রী বলেন, সম্প্রতি থাইল্যান্ডের গণকবর থেকে কিছু বাংলাদেশির মৃতদেহ উদ্ধারের ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন। মানবপাচারের শিকার মানুষগুলোর এই পরিণতি আমাদের স্তম্ভিত করেছে। মানবপাচার রোধে সরকার আরও কঠোর হবে। শিগগির মন্ত্রিসভার আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে বিষয়টি তুলবো। পাচারকারীদের বিষয়ে কঠোর সিদ্ধান্তে যেতে হবে সরকারকে।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা সবসময় অবৈধ পথে বিদেশে যেতে নিষেধ করি। এজন্য সচেতনতামূলক কর্মসূচি ও প্রচারণাও অব্যাহত রয়েছে। তারপরও এবারের ভয়াবহতা আমাদের স্তম্ভিত করেছে। এতোগুলো লোককে পাচার করে হত্যা করা হয়েছে- এটা আমাদের ধারণারও বাইরে ছিল। তাই, এবার আমাদের আইনের প্রয়োগ কঠোর করবো। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণসহ সব মন্ত্রণালয় এ বিষয়ে বৈঠক করবে।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করতে চাই, পাচারকারীরা লাইসেন্সধারী কোনো রিক্রুটিং এজেন্সির সঙ্গে জড়িত নয়। এরা আলাদা চক্র। তাদের শাস্তি দিতেই হবে। আর যদি এদের সঙ্গে কোনো সরকারি কর্মকর্তা বা লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সি জড়িত থাকে তবে তাদেরও শাস্তি পেতে হবে।

এদিকে, একইসময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ৫ দিন ছুটির পর বুধবার থাইল্যান্ড সরকারের দফতরগুলো খুলেছে। আগামীকাল বা পরশু (বৃহস্পতিবার ও শুক্রবার) আমরা সেখানে যাবো। তাদের আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভাগগুলোর তদন্তের পর আমাদেরও সুযোগ দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, যেহেতু এ বিষয়ে একাধিক মন্ত্রণালয় সম্পৃক্ত, তাই খুব শিগগির আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে, আমাদের জানতে হবে থাইল্যান্ডের ওই ঘটনায় বাংলাদেশের কতো নাগরিক নৃশংসতার শিকার হয়েছেন।

অবৈধ পথে বিদেশে যাওয়া ঠেকাতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেও জানান মো. শাহরিয়ার আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।