২৬ মার্চ, ২০২৩ | ১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর   ●  খুটাখালী ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল, আলোচনা সভায় এমপি জাফর   ●  বঙ্গবন্ধুর পর শেখ হাসিনাই ইসলামের প্রচার-প্রসারে গুরুদায়িত্ব পালন করছেন   ●  বাঁকখালী নদী দখল ও দূষণমুক্ত করতে কউক ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বরাবরে বাপার স্মারকলিপি

চকরিয়ায় উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনে-হাজি ইলিয়াছ এমপি

মাতামুহুরী নদীতে ৫ কোটি টাকার আরসিসি ব্লকদ্বারা টেকসই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে

চকরিয়া লক্ষ্যারচর ইউনিয়নে মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে ৫ কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করছেন হাজি ইলিয়াছ এমপি।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের অংশে মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে ৫ কোটি টাকা ব্যায় সাপেক্ষে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে একটি টেকসই উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। গতকাল ২৯ জানুয়ারী সকালে প্রকল্প এলাকায় উপস্থিত থেকে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পাটির (এরশাদ) সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছ। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের চকরিয়া শাখা কর্মকর্তা মো.তারেকুল ইসলাম, চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, এমপির সহকারি মোহাম্মদ নাজিম উদ্দিন, জাপা নেতা বদিউল আলম। অনুষ্ঠানে লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
জানা গেছে, মাতামুহুরী নদীর অব্যাহত ভাঙ্গনে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এ অবস্থার কারনে শত শত বসতঘর, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিপুল পরিমাণ স্থাপনা নদীর গর্ভে বিলীন হচ্ছে। হুমকির মুখে রয়েছে আবাদি জমি। ইতোমধ্যে কয়েকবছরের বন্যার তান্ডবে নদীর লক্ষ্যারচর ইউনিয়নের অংশে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্ডের সংযোগ লাইন নদীতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

 

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, মাতামুহুরী নদীর ভাঙ্গনের বিষয়টি ইতোমধ্যে চকরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করা হয়। এরই প্রেক্ষিতে সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ কয়েকমাস আগে ঘটনাস্থল পরির্দশন করে এখানে একটি টেকসই প্রকল্প বাস্তবায়নের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে পরিপত্র প্রেরণ করেন। এরই আলোকে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড লক্ষ্যারচর ইউনিয়নের ভাঙ্গন কবলিত অংশে প্রায় ৫ কোটি টাকা ব্যয় সাপেক্ষে একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।

 

জানতে চাইলে চকরিয়া পেকুয়া আসনের সংসদ হাজি মোহাম্মদ ইলিয়াছ বলেন, সরকারি সম্পদ ও জনগনের জানমালের নিরাপত্তা হুমকিতে থাকার কারনে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে লক্ষ্যারচর ইউনিয়নের অংশে মাতামুহুরী নদীতে ৫ কোটি টাকার বিপরীতে আরসিসি ব্লকদ্বারা একটি টেকসই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। আশাকরি প্রকল্পের কাজ সমাপ্ত হলে মাতামুহুরী নদীর ভাঙ্গন ও বন্যার তান্ডব থেকে রক্ষা পাবে লক্ষ্যারচর ইউনিয়নসহ আশপাশের বাসিন্দারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।