১২ অক্টোবর, ২০২৪ | ২৭ আশ্বিন, ১৪৩১ | ৮ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজারের রিসোর্টের কক্ষ থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   ●  পেকুয়ায় অপহৃত শিক্ষকের বস্তাবন্দি লাশ মিললো পুকুরে   ●  কক্সবাজারে সাবেক হুইপ কমল, আ.লীগ সম্পাদক মুজিবসহ ৪০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা   ●  পর্যটকদের ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল ওরা ৬ জন, র‌্যাবের অভিযানে ভন্ডুল    ●  পেকুয়ায় পরিবারের ১০ সদস্যকে নিয়ে শহীদ মিনারে অনশন উন্নয়ন কর্মীর   ●  তুলে নিয়ে যাওয়া সব ট্রলার ও জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী   ●  একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশের প্রশ্নে কখনো আপোষ করেননি’   ●  মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন   ●  ছাত্র সমন্বয়ক’ পরিচয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি, জনতার হাতে ধরা এক যুবক: মামলা   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য ‘ডাকাত আলাউদ্দিন’ গ্রেফতার

উপজেলা পরিষদ নির্বাচন

মহেশখালীতে সাংসদের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগ 

কক্সবাজারের মহেশখালীতে প্রধানমন্ত্রীর ও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বজনকে প্রার্থী দিয়ে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগ করা হয়েছে স্থানীয় সাংসদের বিরুদ্ধে। এনিয়ে মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. শরীফ বাদশা স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী শরীফ বাদশা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগে জানান, স্থানীয় এমপি তার চাচাত ভাই হাবিব উল্লাহকে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করছেন। এমপি তাঁর চাচাত ভাইয়ের পক্ষে নির্বাচনী মাঠে ব্যাপক প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ, তাঁর লোকজনদের দ্বারা পেশীশক্তি প্রয়োগ, নির্বাচনী মাঠে  মহড়া প্রদর্শন এবং আরো বিভিন্ন রকমের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। প্রার্থী হাবিব উল্লাহ এমপির দাপট দেখিয়ে অন্যান্য প্রার্থীগণের নির্বাচনী তৎপরতায় বিভিন্নভাবে নির্বাচনী কার্যক্রমে বাধা প্রদান তথা হুমকি,ধমকির মাধ্যমে ভোটারসহ প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে আতংকজনক পরিস্থিতি সৃষ্টি করছেন বলে লিখিত অভিযোগে জানান।
গত ২২ এপ্রিল কক্সবাজার রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগে তিনি আরো দাবী করেন, প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচনে মন্ত্রী—সংসদ সদস্যের আত্মীয়—স্বজনদের নির্বাচনে অংশ না নিতে নির্দেশ দিলেও তা উপেক্ষা করে এমপি আশেক সরাসরি আপন চাচাত ভাইয়ের পক্ষে ন্যাক্কারজনকভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন অভিযোগ পাওয়ার সত্যাতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে জানার জন্য সাংসদ আশেক উল্লাহ রফিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্টিত হবে এই উপজেলার নির্বাচন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।