২৬ মার্চ, ২০২৩ | ১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর   ●  খুটাখালী ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল, আলোচনা সভায় এমপি জাফর   ●  বঙ্গবন্ধুর পর শেখ হাসিনাই ইসলামের প্রচার-প্রসারে গুরুদায়িত্ব পালন করছেন   ●  বাঁকখালী নদী দখল ও দূষণমুক্ত করতে কউক ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বরাবরে বাপার স্মারকলিপি

মহেশখালীতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫

কক্সবাজারসময় ডেস্কঃ মহেশখালী উপজেলার কেরুনতলী থেকে অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ১২ রাউন্ড গুলিসহ ১০৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার (২৮ ডিসেম্বর) ভোরে তাদের এসব অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, মৃত দুদু মিয়ার ছেলে ওমর আলী (৬৩) তার ছেলে মাহমুদ (২৫), মো. ইসমাঈল (৩৩), শের উল্লাহর ছেলে শামসু আলী (৩১) ও তার ভাই সোনা মিয়া (২৬)। আটক সবাই মহেশখালী উপজেলার হোয়ানকের বাসিন্দা। বেলা সাড়ে ১১ টার দিকে বিজিবি ৩০ ব্যাটালিয়ানের অধিনায়ক ল্যাপ্টেনেন্ট কর্নেল মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচনে নাশকতার পরিকল্পনা করছে একদল সন্ত্রাসী এমন সংবাদের ওই স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাদের আটক করা হয়। তবে তারা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের মহেশখালী থানায় হস্তান্তর করা হবে।

তবে আটকদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটক সবাই নিরীহ ব্যক্তি। এর মধ্যে মাহমুদ ভোট দেয়ার জন্য চট্টগ্রামের কর্মস্থল থেকে রাতেই বাড়ি এসেছেন। অস্ত্র ও ইয়াবা উদ্ধারের বিষয়টি সম্পর্ণ মিথ্যা ও সাজানো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।