২৯ সেপ্টেম্বর, ২০২৩ | ১৪ আশ্বিন, ১৪৩০ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে ডিএনসির অভিযান ইয়াবাসহ একজন গ্রেফতার, প্রাইভেটকার জব্দ   ●  বিট কর্মকর্তা জহিরুলের সফল অস্ত্রোপচার, এখনো জ্ঞান ফিরেনি   ●  রামুতে দখলবাজদের হামলার ঘটনায় মামলা, শঙ্কামুক্ত নয় জহিরুল   ●  সাবেক এমপি এড. খালেকুজ্জামানের ২৩ তম শাহাদত বার্ষিকী আজ   ●  ছাত্রলীগে অনুপ্রবেশকারী আবু সুফিয়ানের হামলায় উখিয়ায় সংবাদকর্মী আহত   ●  প্রিয়তোষ পাল পিন্টু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন   ●  এমপি কমলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আবেদন   ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’

মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ বিহারে শেষ হলো ৮ দিনের ধ্যান কোর্স

কনক বড়ুয়াঃ

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও শান্ত পরিবেশে শেষ হলো মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ বিহারে দীপাংক্ষুর বৌদ্ধ যুব কল্যাণ ট্রাস্টের উদ্যোগ অনুষ্ঠিত ৮ দিনের চিত্ত দমন প্রশিক্ষণ ও ধ্যান কোর্স ২০২০। যার প্রধান পরিচালক ছিলেন উখিয়া জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক কুশলায়ন মহাথের মহোদয়, সহ পরিচালক উত্তর ঘুমধুম ক্ষেতিষারাম বিহারের অধ্যক্ষ জ্যোতি সুমন থের, সহ পরিচালক ভালুকিয়া কাঁলাচাদ ভৈজয়ন্ত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতি শান্ত থের।

শুক্রবার (২০ নভেম্বর) অষ্টপরিষ্কার সহ সংঘক্ষেত্রে দানের মাধ্যমে দীপাংক্ষুর বৌদ্ধ বিহার হলরুমে এই ৮ দিনের ধ্যান কোর্সের সমাপ্ত হয়।

পর্যটন নগরী কক্সবাজারসহ পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ির বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধ শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী এই ধ্যান কোর্সে অংশ নেন।

সমাপনী সংঘদানে উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি এস ধর্মপাল মহাথের, মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিমল জ্যোতি মহাথের, হীরার দ্বীপ শ্রদ্ধাংক্ষুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ইন্দ্রবংশ মহাথের, উখিয়া ভিক্ষু সমিতির সম্পাদক জ্যোতিঃপ্রিয় থের, জ্যোতিপাল স্থবির, জ্যোতি কল্যাণ ভিক্ষুসহ আরো প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষু মহোদয় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক মেধু কুমার বড়ুয়া, বিজন বড়ুয়াসহ আরো অনেকে।

ধ্যান কোর্সের প্রধান পরিচালক কুশলায়ন মহাথের বলেন, ‘ধ্যান ছাড়া জ্ঞান হয় না। মানুষের মধ্যে নিজেকে জানার জন্য জ্ঞান দরকার। কিন্তু সবাই শুধু মন পেতে চায়। এই চাওয়া-পাওয়া থেকেই লোভ, মোহ, হানাহানি, খুন, অপহরণ, ধর্ষণের সৃষ্টি হয়। এসব অপকর্ম থেকে মানুষষের মনকে শুদ্ধ করতেই মূলত এই ধ্যান বা বিদর্শন ভাবনা কর্মসূচির আয়োজন।’

পরে মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ যুব কল্যান ট্রাস্টের সভাপতি দীপন বড়ুয়া আগত ভিক্ষুসংঘ ও সাধক সাধিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।