১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  বিদগ্ধজনদের নিয়ে বিরূপ মন্তব্য থেকে প্রতিপক্ষকে বিরত থাকার আহবান মেয়র প্রার্থী মাহাবুবের   ●  কক্সবাজার পৌরসভার উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন   ●  কক্সবাজারে ওয়ার্ল্ডফিশ এর সিনার্জিস্টিক পার্টনারশীপ কর্মশালা   ●  সাগরে ইঞ্জিল বিকল হয়ে ১৩ দিন ভাসতে থাকা ২১ জেলে জীবিত উদ্ধার   ●  চকরিয়া ও টেকনাফে শীঘ্রই চালু হচ্ছে কউকের জোনাল অফিস   ●  মরিচ্যায় ভয়ংকর অপহরণকারী সিন্ডিকেট শীর্ষক সংবাদের নিন্দা ও প্রতিবাদ   ●  পেশীশক্তির প্রদর্শন ও হুমকি দিয়ে নৌকা বিজয় ঠেকানোর চেষ্টা বোকামী : মেয়র প্রার্থী মাহাবুব   ●  র‍্যাবের জালে ধরা পড়ল ৯ লাখ ইয়াবাসহ ৫ মাদক কারবারি: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার   ●  ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার   ●  হাফেজখানা ও এতিমখানার ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মরিচ্যায় জমি দখলে বাধা দেওয়ায় সন্ত্রসী হামলায় মহিলা সহ আহত-৩

আহতউখিয়ার পূর্ব মরিচ্যা মধু ঘোনায় সন্ত্রাসী হামলায় মহিলা সহ ৩ জন আহত হইয়েছে। আহতরা হলে এ গ্রামের নুর আহমদ এর ছেলে বাহার উদ্দিন (২৮) তার স্ত্রী রুকসানা আক্তার (২৭) ও বোন রহিমা বেগম (৩০) তাদেরকে আশংকা জনক অবস্থায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।বসত ভিটার জমি দখল কে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে ভূক্ত ভোগি পরিবারের সদস্য বাহার উদ্দিন এর বসত ভিটায় এই ঘটনা ঘটায় এই বেপারে উখিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়। আভিযোগের প্রকাশ পূর্ব মরিচ্যা মধু ঘোনা গ্রামের শীর্ষ ইয়াবা ব্যবসাী ফরিদ আলম প্রকাশ ডাকাত গুরা মনিয়া (৩৮) ছৈয়দ উল্লাহ (১৮) রুস্তম আলী (৪৪) সহ একদল সন্ত্রাসী দীর্ঘ দিন ধরে বাহার উদ্দিনের বসত ভিটায় কিছু জমি জোর দখলে ষড়যন্ত্র করে আসছিলেন। গতকাল রবিবার বিকাল ৪: ঘটিকার সময় বাহার উদ্দিনের বসত ভিটার জমি জোর দখলের উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটায়। উখিয়া থানার উপ-পরিদর্শক মাঈন উদ্দিন জানানা তদন্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ দিকে অসহায় বাহার উদ্দিন জানায় সন্ত্রসীদের ভয়ে তার পরিবারের লোকজন আতংকের মধ্যে বসবাস করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।