২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

মরহুম হাজী রশিদ আহমদ ডিলার ছিলেন একজন ন্যায় পরায়ন ও সমাজ সেবক ব্যক্তি

pic ukhiya 01.04.2015.
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ মনি মার্কেট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, বিশ্ব মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় সদস্য, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও কোস্টাল নিউজ ডটকম এর সম্পাদক রফিকুল আলম মাহমুদের সুযোগ্য পিতা হাজী রশিদ আহমদ প্রকাশ রশিদ ডিলার গত ১ এপ্রিল সকাল ৫টা ৩০ মিনিটে নিজ বাস ভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি————রাজিউন। ৭৮ বছর বয়সে তিনি দুই ছেলে তিন মেয়ে স্ত্রী সহ অসখ্য আত্মীয় স্বজনও অনুগ্রাহী রেখে না ফেরার দেশে চিরদিনের জন্য চলে যান। তার এ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকাল ৫টা ৩০ মিনিটে মরহুমের পারিবারিক খবরস্থানে নামাজের জানাযায় শোকাহত বিভিন্ন পেশার মানুষের ঢল নামে। মরহুমের নামাজের জানাযার পূর্বে উপস্থিত  হয়ে উখিয়া টেকনাফের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহ জাহান চৌধুরী বলেন, মরহুম রশিদ আহম ডিলার ছিলেন একজন সমাজ সেবক ও ধার্মিক ব্যক্তি। তারমত দানবীর, সহজ সরল মানুষ বিরল। তারমত একজন অভিভাবক কে হারিয়ে এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে যা কখনো পূরণ হওয়ার নয়। ঐ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইন জীবি সমিতির সভাপতি এডভোকেট একে আহমদ হোসেন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোছেন চৌধুরী, জালিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, রুমখা পালং আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছলেহ আহমদ, অত্র এলাকার ইউপি সদস্য রফিক উদ্দিন, মরহুমের সুযোগ্য সন্তান হাজী আবু ছিদ্দিক সহ সর্বস্থরের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। মরহুমের জানাযার ইমামতি করেন মাওলানা অজি উল্লাহ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।