২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

মন্ত্রী-এমপিদের ফেসবুক, টুইটারে পারদর্শী করতে প্রশিক্ষণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ব্যবহারে পারদর্শী করতে সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল রবিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণের উদ্বোধন করবেন প্রশিক্ষণ পরিচালক, দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, প্রথম ধাপে ফেসবুক, টুইটার কীভাবে চালাতে হয় সে সব বিষয়ে শেখানো হবে। এই প্রশিক্ষণে ৩০ জন সংসদ সদস্য অংশ নেবেন। তবে কারা কারা প্রথম দিনে থাকছেন তা তিনি জানাতে পারেননি।

প্রশক্ষিণ দেবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও। তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলেই বাংলাদেশ ডিজিটাল হয়েছে। এই ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের প্রতিটি মানুষই ভোগ করছে। একজন জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেক সংসদ সদস্যকেই ভালোভাবে এসব প্রযুক্তিগত দিক জানতে হবে। তাঁরা যদি জনগণকে না বুঝাতে পারেন তাহলে এটা হবে দুর্ভাগ্যজনক। আমরা আসলে তাঁদের সেটাই অবহিত করব। ’

জুনায়েদ আহমেদ পলক আরো বলেন, ‘দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনটি ধাপে দলের সব এমপিকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক, টুইটার কীভাবে চালাতে হয় তা শেখানো হবে। কী কী ধরনের পোস্ট জনগণের উদ্দেশে দেওয়া যেতে পারে সেসব বিষয়েও আলোচনা করা হবে। ’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রথম দিনের কর্মশালায় আওয়ামী লীগের এমপিদের প্রশিক্ষণ দেবেন দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদরা। ‘

সূত্রে জানা গেছে, এর মূল উদ্দেশ্য ফেসবুক, টুইটারের মাধ্যমে সরকারের উন্নয়নের প্রচার চালানো। সেই সঙ্গে সময়ের প্রয়োজনে প্রযুক্তির সঙ্গে সবাইকে সম্পৃক্ত করা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।