৬ ডিসেম্বর, ২০২৩ | ২১ অগ্রহায়ণ, ১৪৩০ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব   ●  কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর আলম

রামু প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এমপি কমল

ভালো সাংবাদিক হতে গেলে, জাতিসত্তার সাথে চেতনার মিল থাকতে হবে

 প্রেস বিজ্ঞপ্তি :

ভালো সাংবাদিক হতে গেলে, জাতিসত্তার সাথে চেতনার মিল থাকতে হবে। মনে রাখতে হবে, শুধু সংবাদ সংগ্রহ করাই সাংবাদিকের কাজ নয়। যদি সাহসী না হন, যদি আপনাদের মধ্যে চেতনা না থাকে, তাহলে লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল রামু প্রেসক্লাবে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন।
শনিবার (২৮ মে) রাতে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় রামু প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তপন চক্রবর্তী।
প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, আমরা বাঙালি। আমাদের বাঙালি সংস্কৃতি নিয়েই বেঁচে থাকতে হবে। চেতনার সাথে মতের মিল থাকতে হবে। তিনি বলেন, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে ভিন্নতা থাকতে পারে না। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে ভিন্নতা থাকতে পারে না।
রামু প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি নীতিশ বড়ুয়া এ অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম এর ডেপুটি এডিটর তপন চক্রবর্তী, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, দৈনিক আমাদের সময় এর চট্টগ্রাম ব্যুরো চীফ হামিদ উল্লাহ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, রামু সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুল হক, প্রবীন শিক্ষক ধনীরাম বড়ুয়া, আওয়ামী লীগ নেতা গোলাম কবীর, সুশাসনের জন্য নাগরিক-সুজন রামু শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর বড়ুয়া, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামশুল আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি দর্পণ বড়ুয়া, সাবেক সভাপতি খালেদ শহীদ, সাবেক সাধারণ সম্পাদক এইচ বি পান্থ, সাবেক সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, রামুর সংস্কৃতি, সম্প্রীতি নিয়ে লিখতে হবে। রামুর ইতিহাস-ঐতিহ্যকে লালন করতে হবে, ধারন করতে হবে। আমরা যত বেশি রামুকে প্রকাশ করবো, ততই রামু উন্নত হবে। যদি রামু উন্নত হয়, তবেই সাংবাদিক হিসেবে আমরা আলোকিত হবো।
নবীন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের দরকার হবে। দক্ষতা যদি বৃদ্ধি না হয়, তাহলে সাংবাদিকতার পেশায় বেশি দিন সততার সাথে থাকা যাবে না। যদি সাংবাদিক হিসেবে আজীবন থাকতে চাই, তাহলে আমাদের আদর্শিক হতে হবে, সততার মধ্যে থাকতে হবে। দক্ষতা ও সাহস সৃষ্টির মাধ্যমে রামুকে আলোকিত করতে হবে।
রামু প্রেসক্লাবের প্রতিষ্টাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, ১৯৮৮ সালে ছয়জন সাংবাদিক রামু প্রেসক্লাব প্রতিষ্টা করে ছিলেন। তাঁদের অবদানকে মনে রাখতে হবে। আজকের প্রেসক্লাবকে আরও গতিশীল করতে হবে।
রামু প্রেসক্লাবের নতুন কমিটির সাধারণ সম্পাদক সোয়েব সাঈদে সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সিনিয়র নায়েবে আমীর আ.হ.ম নুরুল কবির হিলালী, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আফছার কামাল সিকদার, জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ বেতার কক্সবাজার এর সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজনীন আকতার মেরি, মোহনা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, কক্সবাজার বার্তার প্রধান সম্পাদক ওসমান গণি, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি এস এম জাফর, সহ-সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাসেম সাগর, সদস্য এস এম হুমায়ূন কবির প্রমুখ।
রামু  প্রেসক্লাবের নতুন কমিটিতে নবনির্বাচিত সদস্য হিসেবে শপথ নিয়েছেন, সভাপতি নীতিশ বড়ুয়া (দৈনিক পূর্বকোণ), সহ-সভাপতি এসএম জাফর (দৈনিক রুপালী সৈকত), এম আবদুল্লাহ আল মামুন (দৈনিক ইনকিলাব), খালেদ হোসেন টাপু  (দৈনিক বাঁকখালী), সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ  (দৈনিক আমাদের সময়, দৈনিক কক্সবাজার), যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো (দৈনিক মানবজমিন, আজকের দেশবিদেশ), সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম (সিবিএন), সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন (কক্সবাজার প্রতিদিন, সকালের সময়), অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান (দৈনিক সাঙ্গু, হিমছড়ি), দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম (দৈনিক কক্সবাজার বার্তা), সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম (আজকের দেশবিদেশ), প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর (নুর নিউজ), সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর (টিটিএন), কার্যকরী সদস্য খালেদ শহীদ (দৈনিক সমকাল, রুপসীগ্রাম), জহির উদ্দিন খন্দকার (দৈনিক কক্সবাজার), মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (দৈনিক দিনকাল), কফিল উদ্দিন (দৈনিক খোলা কাগজ, কক্সবাজার বার্তা)। সাধারণ সদস্য এইচবি পান্থ (সুপ্রভাত বাংলাদেশ), প্রসূন বড়ুয়া (নবান্ন টিভি),   আহমদ ছৈয়দ ফরমান (দৈনিক হিমছড়ি), কামাল হোসেন (দৈনিক ভোরের কাগজ), হামিদুল হক (দৈনিক আজকের দেশবিদেশ), এসএম হুমায়ন কবির (দৈনিক জনতা),  শিপ্ত বড়ুয়া (আজকের পত্রিকা, টিটিএন), মো. সাইদুজ্জামান (দৈনিক দৈনন্দিন), এমএইচ আরমান (দৈনিক মেহেদী), নুরুল হক সিকদার (এশিয়ান টিভি), সুজন চক্রবর্তী (দৈনিক কক্সবাজারর ৭১) ও মো. আবদুল্লাহ (দৈনিক মেহেদী), সহযোগী সদস্য প্রকাশ সিকদার, হাবিবুর রহমান সোহেল, মিজানুল হক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফেজ অলি উল্লাহ, গীতা পাঠ করেন, সুজন চক্রবর্তী এবং ত্রিপিটক পাঠ করেন, শিপ্ত বড়ুয়া।
রামু প্রেসক্লাবের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবি, ব্যবসায়ি, ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ কক্সবাজার-রামুর সুধীজনরা এ অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আসা আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রামু প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি নীতিশ বড়ুয়া ও সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।
আলোচনা সভা ও শপথগ্রহণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় কন্ঠশিল্পী ইফতি, মানসী বড়ুয়া, সোনিয়া বড়ুয়া, মিনা মল্লিক, আবুল কাসেম সংগীত পরিবেশন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।