১২ অক্টোবর, ২০২৪ | ২৭ আশ্বিন, ১৪৩১ | ৮ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজারের রিসোর্টের কক্ষ থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   ●  পেকুয়ায় অপহৃত শিক্ষকের বস্তাবন্দি লাশ মিললো পুকুরে   ●  কক্সবাজারে সাবেক হুইপ কমল, আ.লীগ সম্পাদক মুজিবসহ ৪০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা   ●  পর্যটকদের ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল ওরা ৬ জন, র‌্যাবের অভিযানে ভন্ডুল    ●  পেকুয়ায় পরিবারের ১০ সদস্যকে নিয়ে শহীদ মিনারে অনশন উন্নয়ন কর্মীর   ●  তুলে নিয়ে যাওয়া সব ট্রলার ও জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী   ●  একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশের প্রশ্নে কখনো আপোষ করেননি’   ●  মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন   ●  ছাত্র সমন্বয়ক’ পরিচয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি, জনতার হাতে ধরা এক যুবক: মামলা   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য ‘ডাকাত আলাউদ্দিন’ গ্রেফতার

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন রফিকুল ইসলাম

বিশেষ প্রতিবেদক:
অস্ত্র ও গুলি উদ্ধার সহ ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। শনিবার কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে শ্রেষ্ট অফিসার নির্বাচিত করা হয়। ওই সময়  তাঁকে ক্রেস্ট এবং নগদ অর্থ, পুরস্কার প্রদান করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার  মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি), অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল, সহকারী পুলিশ সুপার রাম প্রসাদ ভক্ত সহ  এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ।
এক প্রতিক্রিয়ায় কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, কক্সবাজার শহরকে মাদক, ছিনতাইসহ অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় কক্সবাজার শহরের  চিহ্নিত ছিনতাইকারী সোহেল ওরফে হাতি সোহেলকে অস্ত্রসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ১৪ টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, কক্সবাজার শহরে আটককৃত হাতি সোহেলে কয়েটি গ্রুপ রয়েছে। তার দেয়ার তথ্য মতে, তাদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে। তিনি অপরাধ নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।তিনি তাঁর এই অর্জনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।