২৫ জানুয়ারি, ২০২৫ | ১১ মাঘ, ১৪৩১ | ২৪ রজব, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার   ●  হলদিয়া বিএনপি উত্তর শাখার সাংগঠনিক পদে প্রার্থীতা করবেন মোহাম্মদ হেলাল 

বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে পৌর আওয়ামী লীগের আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে ৮ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার পরিমল কান্তি দাস, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল আলম পেটান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯ নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা।
সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে শ্রেষ্ঠতম অর্জন হলো বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর এসব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী এবং বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উত্স হয়েছিলেন বাংলার মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব। আমরা তার এই শুভ জন্মদিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করছি।

পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ উল্লাহর কোরআন তেলাওয়াতের করেন এবং লালদিঘি জামে মসজিদের খতীব হাফেজ মৌলানা ইউনুস ফরাজি মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।

উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা এডভোকেট ছোটন কান্তি দাস, সাগর পাল সাজু, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন সিকদার, আবুল কালাম, কাশেম আবেদীন, নুরুল আবছার সিকদার, মুলতাজিন ফারুক মোল্লা, মোঃ ফোরকান, মোঃ ইলিয়াছ, তপন দে, তেমিয় বড়ুয়া,৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ নুর, আনোয়ার হোসাইন, মোঃ জামাল হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রুপন মল্লিক, জাহেদুল ইসলাম, আবুল কালাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, শাহাআলম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বদি আলম মাঝি, শামসুল আলম, রাজেনুল ইসলাম শিপু, আবদুল মজিদ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, আবদু সোবহান, মোঃ শরীফ সহ একঝাঁক কোরআনে হাফেজ ।
সভার শুরুতে বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।