৬ ডিসেম্বর, ২০২৩ | ২১ অগ্রহায়ণ, ১৪৩০ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব   ●  কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর আলম

বিশ্বমঞ্চে ভালো খেলেছি : মাশরাফি

বিশ্বমঞ্চে ভালো খেলেছি : মাশরাফি
প্রায় দুইমাসের বিশ্বকাপ সফর শেষে রোববার দেশে ফিরে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, আমরা আল্লাহর রহমতে বিশ্বমঞ্চে ভালো খেলেছি।

রোববার রাত পৌনে ৮ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন টাইগার দল।

এসময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মাশরাফি সাংবাদিকদের বলেন, রুবেলের ওই বলটিতে উইকেট পেলে আমরা জিততে পারতাম। ওই উইকেট পেলে তখন হয়তো আমাদের আত্মবিশ্বাস বেড়েতো।

তিনি আরো বলেন, আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলেছি। যখন যে ম্যাচে জয় পাওয়া দরকার ছিল আমরা পেয়েছি।

ভারতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ প্রসঙ্গে মাশরাফি বলেন, আপনারা সবাই দেখেছেন সে ম্যাচে কি ঘটেছে। এটা আর ব্যাখ্যা করারও কিছু নেই।

বিশ্বকাপে সতীর্থদের পারফরমেন্স সম্পর্কে অধিনায়ক মাশরাফি বলেন, এ আসরে মাহামুদুল্লাহ রিয়াদ অসাধারণ খেলেছে। মুশফিক ভালো খেলেছ। আর বোলিংয়ে তাসকিন অসাধারণ বোলিং করেছে। রুবেল হোসেন, সাব্বির আহমেদ ভালো করেছে।

তিনি বলেন, ‘দেশের মানুষ চেয়েছিল ভারতের সাথে ম্যাচটা আমরা জিতি। কিন্তু আমরা তা পারিনি। আমরা আগের অনেকগুলো ম্যাচ ভালো করলেও সেদিন খুব ভালো করতে পারিনি। তবে জীবন তো থেমে থাকে না।

এখান থেকে সবাই নিশ্চয় এগিয়ে যাবেন। আমরা আগামী দিন অনেক ভালো করবো।’

– See more at: http://www.sheershanewsbd.com/2015/03/22/73611#sthash.KzqAMsfG.dpuf

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।