১২ জুলাই, ২০২৫ | ২৮ আষাঢ়, ১৪৩২ | ১৬ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

বিশেষ কায়দায় ইয়াবা পাচার, ডিবি বিচক্ষণতায় ধরা পড়লো করিম উল্লাহ

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেট কারে অভিনব কায়দায় পাচারের সময় কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে টেকনাফ গোদার বিল এলাকার বাসিন্দা মৃত অলি উল্লাহার ছেলে করিম উল্লাহ (৩২) কে আটক করে।
কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ঢাকা মেট্রো ল-১২-০০৮৬ নাম্বারের প্রাইভেট কার আটক করে তল্লাশি চালায়। এসময় প্রাইভেট কারের চালক করিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে ইয়াবা পাচারের বিষয়টি অস্বীকার করে। পরে আটককৃত করিমসহ প্রাইভেট কার কলাতলির একটি স্থানীয় ওয়ার্কসপে এনে মেকানিকের সহায়তায় গাড়ীর বিভিন্ন অংশ খুলে চার ঘন্টা তল্লাশি করে ইঞ্জিনের নীচে বিশেষ কায়দায় লুকানো দশ টি কালো কচটেপ মুড়ানো প্যাকেটে ২০ হাজার ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।
তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের নতুন নতুন কৌশল অবলম্বন করলেও আমাদের চোখ ফাঁকি দেয়া কঠিন। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।