২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

বিশেষ কায়দায় ইয়াবা পাচার, ডিবি বিচক্ষণতায় ধরা পড়লো করিম উল্লাহ

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেট কারে অভিনব কায়দায় পাচারের সময় কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে টেকনাফ গোদার বিল এলাকার বাসিন্দা মৃত অলি উল্লাহার ছেলে করিম উল্লাহ (৩২) কে আটক করে।
কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ঢাকা মেট্রো ল-১২-০০৮৬ নাম্বারের প্রাইভেট কার আটক করে তল্লাশি চালায়। এসময় প্রাইভেট কারের চালক করিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে ইয়াবা পাচারের বিষয়টি অস্বীকার করে। পরে আটককৃত করিমসহ প্রাইভেট কার কলাতলির একটি স্থানীয় ওয়ার্কসপে এনে মেকানিকের সহায়তায় গাড়ীর বিভিন্ন অংশ খুলে চার ঘন্টা তল্লাশি করে ইঞ্জিনের নীচে বিশেষ কায়দায় লুকানো দশ টি কালো কচটেপ মুড়ানো প্যাকেটে ২০ হাজার ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।
তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের নতুন নতুন কৌশল অবলম্বন করলেও আমাদের চোখ ফাঁকি দেয়া কঠিন। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।