৯ ডিসেম্বর, ২০২৪ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ৬ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  অপহরণের ৯ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার স্কুলছাত্র   ●  শাহপরীর দ্বীপে ‘পর্যটন স্পট’ গড়তে চায় সরকার, পরিদর্শনে পর্যটন উপদেষ্টা   ●  ইসিএ এলাকায় নির্মিত স্থাপনা সরাতে উখিয়া উপজেলা প্রশাসনের মাইকিং   ●  চকরিয়ায় বনের জমিতে বিএনপি নেতাদের পশুর হাট   ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।

বিএফইউজে’র যুগ্ম মহাসচিব সাইফুল ইসলামের মৃত্যুতে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন শোক

saiful_
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে) এর নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, সাইফুল ইসলাম তালুকদার একজন নিবেদিত সাংবাদিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক নাগরিক ছিলেন। তিনি প্রগতিশীল ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় পেশাজীবীদের আন্দোলনে এক উজ্জ্বল নাম। তার মৃত্যুতে দেশ এক মেধাবী সাংবাদিককে হারিয়েছে।
সাইফুল ইসলাম তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু তাহের, সহ-সভাপতি প্রিয়তোষ পাল পিন্টু, ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কার্যনির্বাহী সদস্য তোফায়েল আহমদ, আয়াছুর রহমান, আবদুল কুদ্দুস রানা, যুগ্ন সম্পাদক মো. নজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীপক শর্মা দীপু, অর্থ সম্পাদক মোহাম্মদ জুনাইদ, দফতর সম্পাদক বিপ্লব কান্তি দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুপা আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শফিউল্লাহ শফি প্রমূখ।
সাইফুল ইসলাম তালুকদারের মৃত্যুতে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আজ সোমবার কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।