৫ নভেম্বর, ২০২৪ | ২০ কার্তিক, ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটিতে কবির, আফসেল ও রাশেলকে প্রতিনিধি মনোনয়ন।   ●  ইজিবাইক চালকদের ডাটাবেইজের আওতায় আনার উদ্যোগ নিয়েছে পুলিশ   ●  রোহিঙ্গা ক্যাম্পে এনজিও’র মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু!!   ●  কক্সবাজারে এক টন পলিথিন জব্দ, জরিমানা   ●  গাজীপুর যুবলীগ নেতা আলমগীর কক্সবাজারে আটক   ●  মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ স্বর্ণ কারিগরের মৃত্যু   ●  ‘গণমাধ্যমকে পরাজিত হতে দেয়া যাবে না’   ●  ইয়াবা বদি’র প্রধান সহযোগী জাফর চেয়ারম্যান গ্রেফতার   ●  ইয়াবা বদি’র প্রধান সহযোগী জাফর চেয়ারম্যান গ্রেফতার   ●  উখিয়ায় প্রথম নারী এসিল্যান্ড যারিন তাসনিম তাসিন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ২ নারী সদস্যসহ ১৫ সদস্য নিয়ে পুনর্গঠন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ২ জন নারী সদস্যসহ ১৫ সদস্য নিয়ে পুনর্গঠন করা হয়েছে। একজন উপজাতীয় সম্প্রদায়ের চেয়ারম্যানের নেতৃত্বে জেলার ৭টি উপজেলা ্থেকেই সমতাভিত্তিতে বাংগালি ও ১১টি উপজাতীয় সম্প্রদায়ের ২জন নারীসহ ১৫ সদস্য বিশিষ্ট বান্দরবান পার্বত্য জেলা পুনর্গঠনের সরকারি আদেশনামা জেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে এসে পোঁছেছে আজ বুধবার বিকেল সাড়ে ৩টায়। রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য মন্ত্রণালয় থেকে বান্দরবানসহ তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের আদেশটি জারি হয়। পুনর্গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ৩জন সাবেক পরিষদ সদস্যও রয়েছেন। এ প্রথমবারে চেয়ারমানসহ ১৫ সদস্য বিশিষ্ট পার্বত্য জেলা পরিষদে একজন উপজাতীয় এবং একজন বাংহালি সম্প্রদায় থেকে নারী সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
জাতীয় সংসদে আইন পাশের পর ১৯৮৯ সালের ২৫জুন সরাসরি নির্বাচনের মাধ্যমে তিন পার্বত্য জেলায় গঠিত হয়েছিল ৩১ সদস্য বিশিষ্ট পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ। ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ৩১সদস্য বিশিষ্ট পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ বাতিল করা হয়। ওই সময় সংশোধিত আইনের অনুবলে একজন উপজাতীয় চেয়ারম্যান ও ৪জন সদস্য নিয়ে চলে আসছিল পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম।
এদিকে পার্বত্য মন্ত্রণালয় থেকে আজ বুধবার বিকেলে জারি করা আদেশে বলা হয়,পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পুনর্গঠিত চেয়ারম্যানসহ ১৫ সদস্যের পার্বত্য জেলা পরিষদ যাবতীয় কার্যক্রম চালিয়ে যাবে। পার্বত্য মন্ত্রণালয় থেকে জারি করা আদেশ মতে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈ হ্লা। সদস্যরা হলেন বর্তমান সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লক্ষীপদ দাস,লামা উপজেলা থেকে জহিরুল ইসলাম,বর্তমান সদস্য ক্যসা প্রু মারমা ও কাঞ্চনজয় তনচংগ্যা,ক্যচিং চাক, ম্রাসা খিয়াং, ফিলিপ ত্রিপুরা, থোয়াই হ্লা মং মারমা, সাবেক সদস্য থোয়াই চাহ্লা মারমা,সিংইয় ম্রো ও জুয়েল বম,উপজাতীয় নারী সদস্যা তিংতিংম্যা এবং লামা উপজেলা থেকে বাংগালি নারী সদস্যা ফাতেমা পারুল।
বান্দদরবান পার্বত্য জেলা পরিষদগুলো মূলত ১৯৯৭ থেকেই ক্ষমতাসীন সরকারগুলো দলীয় নেতাদের নিয়ে পুনর্গঠন কিংবা মেয়াদকাল বৃদ্ধি করে আসছে। অষ্টমবারের মত মেয়াদবৃদ্ধি করা হয়েছে গতকাল বুধবার।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সরকারের ২৪টি বিভাগ এবং ৪টি বিষয় ন্যস্ত রয়েছে। জেলা পরিষদ চতুর্থ ও তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ,সরকারি সব ধরণের উন্নয়ন কর্মকান্ড,ভুমি,ত্রাণ ও খাদ্যপ্রকল্প গুলোর বাস্তবায়ন কাজ করে আসছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।