২৯ সেপ্টেম্বর, ২০২৩ | ১৪ আশ্বিন, ১৪৩০ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে ডিএনসির অভিযান ইয়াবাসহ একজন গ্রেফতার, প্রাইভেটকার জব্দ   ●  বিট কর্মকর্তা জহিরুলের সফল অস্ত্রোপচার, এখনো জ্ঞান ফিরেনি   ●  রামুতে দখলবাজদের হামলার ঘটনায় মামলা, শঙ্কামুক্ত নয় জহিরুল   ●  সাবেক এমপি এড. খালেকুজ্জামানের ২৩ তম শাহাদত বার্ষিকী আজ   ●  ছাত্রলীগে অনুপ্রবেশকারী আবু সুফিয়ানের হামলায় উখিয়ায় সংবাদকর্মী আহত   ●  প্রিয়তোষ পাল পিন্টু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন   ●  এমপি কমলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আবেদন   ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’

বাইশারীতে বোরোধানে পোকার আক্রমন: দিশেহারা কৃষক

fffff
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বোরো ধানে পোকার আক্রমন দেখা দিয়েছে। ফলে মওসুমের শুরুতেই পাতা লাল হয়ে যাওয়া, মাজরা ও পাতামোড়ানো পোকা আক্রমন করায় কৃষকরা চিহ্নিত হয়ে পড়েছেন।
ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, ধানের গোছা যখন কালো হয়ে মোটা হতে শুরু করছে তখনই পাতামোড়ানো পোকা ও মাজরা পোকা আক্রমন শুরু করেছে। বাজারের কীটনাশক ছিটিয়েও তেমন লাভ হচ্ছে না।
এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, বাজারে যেসব কীটনাশক পাওয়া যাচ্ছে, তা পোকা দমনে দেমন কার্যকর নয়। বেশি লাভের আশায় অসাধু সার ব্যবসায়ীরা নি¤œমানের কীটনাশক বিক্রি করছেন।
এ দিকে সরকার নির্ধারিত ৮০০ টাকার ইউরিয়া সার (৫০ কেজি) বাইশারীর বিভিন্ন স্থানে ৯৫০ থেকে একহাজার টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ছোট দানার ইউরিয়া সার তেমনটা পাওয়া যায় না। তবে টাকা বেশি দেয়ার কথা বললে সাব ডিলাররা দিতে রাজি হন। তাছাড়া মোটা দানার সারও ৯৫০ থেকে একহাজার টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া কৃষকরা আরো বলেন, চিকনদানার সার ক্ষেতে ছিটানো সহজ হওয়ায় এলাকায় এর চাহিদা অনেক বেশি। আর এ সুযোগে ডিলার বা সাব ডিলার এ সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে মোটাদানার সার কিনতে কৃষকদের বাধ্য করছে।
এ বিষয়ে বাইশারীর দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল আলম পোকা আক্রমনের বিষয়টি স্বীকার করে বলেন, ধানক্ষেতে পোকা আক্রমন করতেই পারে। তবে এ ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।