৯ জুন, ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের বিষয়ে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী প্রতিবাদ   ●  পৌরবাসির সেবা নিশ্চিত করে একটি স্মার্ট কক্সবাজার শহর উপহার দিতে চাই : মেয়র প্রার্থী মাহাবুব   ●  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা   ●  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ আন্তঃ ইউনিয়ন ফুটবল চ্যাম্পিয়ন ভারুয়াখালী   ●  কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার, জেলা কমিটি বাতিল   ●  রামু সংস্কৃতিকর্মী-ক্রীড়াবিদ পুলক বড়ুয়ার মায়ের পরলোক গমন   ●  আইএমআইএ পরিবর্তন করে রোহিঙ্গাদের মোবাইল বিক্রয়ের সিন্ডিকেটের প্রধান মোর্শেদসহ ৫ জন গ্রেপ্তার   ●  বরইতলীর বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের জানাজায় এমপি জাফর আলম, শোক প্রকাশ   ●  সাধারণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের প্রতীক নৌকা; এ বিশ্বাস রক্ষায় আমি প্রতিক্ষাবদ্ধ : মেয়র প্রার্থী মাহাবুব   ●  কক্সবাজারে পৃথক দূর্ঘটনায় সড়কে প্রাণ গেল চারজনের

বন্যা কবলিত লোকজনকে দেখলে মনে হয় দেশে কোন সরকার নেই

 

Cox dist BNP Shahjahan chy 01.07.15-1
কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও এলাকার বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, ‘ভয়াবহ বন্যার পর কক্সবাজার লন্ডভন্ড হয়ে পড়েছে। দূর্গত পরিবারে চলছে দূর্ভিক্ষাবস্থা। ত্রাণের জন্য মানুষ হাহাকার করছে। ঘরবাড়ী হারিয়ে খোলা আকাশের নীচে বাস করছে কয়েক লাখ মানুষ। অথচ সরকারী বরাদ্দ পাওয়া গেছে ১৪৫ টন চাল এবং কয়েক লাখ নগদ টাকা। যা বন্যা দূর্গত মানুষের সাথে উপহাসের সামীল।’
তিনি বলেন- ‘সরকারী বরাদ্দের কথা পত্রিকায় শোনা গেলেও সেই সাহায্য কই?’ ‘বন্যা দূর্গত লোকজনকে দেখলে মনে হয় দেশে কোন সরকার নেই’- মন্তব্য করে তিনি আরো বলেন- ‘রামুতে সেনাবাহিনী ছাড়া সরকারী প্রশাসনের কোন ত্রাণ তৎপরতা দেখা যায় না। অথচ জেলার অধিকাংশ এলাকার মানুষ বন্যার ছোবলে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি বন্যায় বাড়ীঘর হারা লোকজনকে অনুদান হিসাবে গৃহনির্মাণ সামগ্রী প্রদানের দাবী জানান।
গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজারের ঈদগাঁওতে জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি ত্রাণ কাজে সার্বিক সহায়তা দেয়ায় মক্কা প্রাদেশিক বিএনপিকে ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহবায়ক আবদুল মাবুদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির আহবায়ক শহীদুর রহমান শহীদ, সদস্য সচিব শওকত আলম, যুগ্ম আহবায়ক মনজুর আলম, যুবদল আহবায়ক মোহাম্মদ আজমগীর, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, আনসারুল করিম, উপজেলা ছাত্রদল সভাপতি জসিমউদ্দিন জনি, সাধারণ সম্পাদক বেলালউদ্দিন, ইসলামবাদ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মিজানুর রহমান, জালালাবাদ ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।