৪ জুন, ২০২৩ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৪ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  জাতীয় শ্রমিক লীগ চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়ন শাখার কর্মী সভায় এমপি জাফর আলম   ●  বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  স্কাউটসসের নিয়ন্ত্রণ জামায়াত-শিবিরের হাতে যাচ্ছে কিনা কঠোর নজরদারি করতে হবে- এমপি জাফর   ●  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলেম-ওলেমাদের এগিয়ে আসতে হবে-এমপি জাফর   ●  ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে বর্তমান উদ্যোগ ভূমিকা রাখবে   ●  আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা ও মুচলেকা আদায়   ●  পুকুরে ডুবে প্রাণ গেল শিশু তৌকির   ●  রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা   ●  শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার   ●  কক্সবাজারে রেডিও সৈকত এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফাইনালে নবারুন সংঘ বনাম চকরিয়া পৌর ভলিবল সমিতি

আজ সন্ধ্যা ৭-০ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা ভলিবল লীগ-২০১৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি ফ্ল্যাড লাইটের আলোতে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচে একদিকে অংশগ্রহণ করবে গত আসরের চ্যাম্পিয়ন নবারুন সংঘ এবং অন্যদিকে অংশগ্রহণ করবে চকরিয়া পৌর ভলিবল সমিতি। উক্ত ফাইনাল খেলা ও ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় পুলিশ সুপার শ্যামল কুমার নাথ এবং জেলা আওয়ামীলীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এ.কে. আহমদ হোসাইন, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভলিবল পরিষদের সভাপতি ড. অনুপম সাহা। জেলা ভলিবল লীগের ১ম সেমিফাইনাল ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন নবারুন সংঘ, বৃহত্তর খুটাখালী ভলিবল ক্লাবকে ৩-০ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। অপর ২য় সেমিফাইনাল ম্যাচে চকরিয়া পৌর ভলিবল সমিতি, সুলতান আহমদ স্মৃতি সংসদকে ৩-০ সেটে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। এদিকে ২টি দলের দুটি উপভোগ্য ম্যাচ উপভোগ করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন ও অধ্যক্ষ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, ভলিবল সম্পাদক ও ডিএসএ সদস্য আমিনুল ইসলাম মুকুল, সদস্য রাশেদ হোছাইন নান্নু, জসিম উদ্দিন, আলী রেজা তসলীম, শাহীনুল হক মার্শাল, খালেদ মোঃ আজম বিপ্লব, রতন দাশ, হেলাল উদ্দিন কবির, আজমল হুদা, প্রমূখ। রেফারীর দায়িত্ব পালন করেন, পরেশ কান্তি দে, ফরিদুল আলম, আবু বক্কর সিদ্দিক, আমিনুল হক, নুরুল আলম, তপন কুমার শর্মা, গিয়াস উদ্দিন। আজকের  প্রতিদ্বন্দ্বিতাপূণ ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য ক্রীড়ামোদীদের সন্ধ্যা ৭-০ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আমন্ত্রণ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু ও ভলিবল সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।