৬ ডিসেম্বর, ২০২৪ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  চকরিয়ায় বনের জমিতে বিএনপি নেতাদের পশুর হাট   ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী

ফাইনালে নবারুন সংঘ বনাম চকরিয়া পৌর ভলিবল সমিতি

আজ সন্ধ্যা ৭-০ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা ভলিবল লীগ-২০১৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি ফ্ল্যাড লাইটের আলোতে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচে একদিকে অংশগ্রহণ করবে গত আসরের চ্যাম্পিয়ন নবারুন সংঘ এবং অন্যদিকে অংশগ্রহণ করবে চকরিয়া পৌর ভলিবল সমিতি। উক্ত ফাইনাল খেলা ও ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় পুলিশ সুপার শ্যামল কুমার নাথ এবং জেলা আওয়ামীলীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এ.কে. আহমদ হোসাইন, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভলিবল পরিষদের সভাপতি ড. অনুপম সাহা। জেলা ভলিবল লীগের ১ম সেমিফাইনাল ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন নবারুন সংঘ, বৃহত্তর খুটাখালী ভলিবল ক্লাবকে ৩-০ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। অপর ২য় সেমিফাইনাল ম্যাচে চকরিয়া পৌর ভলিবল সমিতি, সুলতান আহমদ স্মৃতি সংসদকে ৩-০ সেটে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। এদিকে ২টি দলের দুটি উপভোগ্য ম্যাচ উপভোগ করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন ও অধ্যক্ষ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, ভলিবল সম্পাদক ও ডিএসএ সদস্য আমিনুল ইসলাম মুকুল, সদস্য রাশেদ হোছাইন নান্নু, জসিম উদ্দিন, আলী রেজা তসলীম, শাহীনুল হক মার্শাল, খালেদ মোঃ আজম বিপ্লব, রতন দাশ, হেলাল উদ্দিন কবির, আজমল হুদা, প্রমূখ। রেফারীর দায়িত্ব পালন করেন, পরেশ কান্তি দে, ফরিদুল আলম, আবু বক্কর সিদ্দিক, আমিনুল হক, নুরুল আলম, তপন কুমার শর্মা, গিয়াস উদ্দিন। আজকের  প্রতিদ্বন্দ্বিতাপূণ ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য ক্রীড়ামোদীদের সন্ধ্যা ৭-০ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আমন্ত্রণ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু ও ভলিবল সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।