৪ জুলাই, ২০২৫ | ২০ আষাঢ়, ১৪৩২ | ৮ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান

প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অন্যতম অবলম্বন পল্লী চিকিৎসকরা। অবহেলিত জনপদের মানুষকে চিকিৎসা সেবা দিয়ে তাঁরা যুগের পর যুগ সাধারণ মানুষের অবলম্বন হয়ে উঠেছেন।
বাংলাদেশ স্টেট মেডিক্যাল ফ্যাকালটি কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত পল্লী চিকিৎসক সমিতি কক্সবাজার জেলা শাখা ‘পল্লী  চিকিৎসক স্মারক গ্রন্থ মোড়ক উন্মোচন ও সাইন্টিফিক অনুষ্ঠান’ এ প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল এসব কথা বলেন।

বুধবার জেলা পরিষদ মিলনায়নে কক্সবাজার জেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা: ছালেহ আহমদ হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, চিকিৎসা সেবার উন্নয়ন হয়েছে। এখনও প্রান্তিক জনগণের চিকিৎসার প্রথম অবলম্বন এই পল্লী চিকিৎসক। তিনি এই পল্লী চিকিৎসকদের পাশে থাকার অঙ্গিকার করেন।

সিনিয়র সহসভাপতি ডা: সনজিৎ দাশ ও সাংগঠনিক সম্পাদক ডা: মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান
আলোচক ছিলেন, সাধারণ সম্পাদক ডা: সজল কান্তি বিশ্বাস, বিশেষ আলোচক ছিলেন, সাবেক জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সিরাজুল ইসলাম সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফুয়াদ আল খতিব হাসপাতালের পরিচালক ডা: শাহ আলম, ইউনিয়ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এর এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো: ফকরুল ইসলাম, জেলা কমিটির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ডা: মো: সলিমুল্লাহ খাঁন, উপদেষ্টা ডা: হাফেজ আহমদ,  ডা: সুজিত শর্মা, ডা: এমএ হাশেম, ডা: নবাব মিয়া, ডা: নুরুল আমিন, সহ-সভাপতি ডা: ফরিদুল হক, ডা: ফরিদ আহমদ, সহসাধারণ সম্পাদক ডা নুরুল ইসলাম খাঁন, যুগ্ন সা: সম্পাদক ডা: রঘুনাথ পাল, প্রচার সম্পাদক ডা: ফিরুজ আহমদ, দফতর সম্পাদক ডা: আকমল খাঁন, দফতর সম্পাদক রাখাল দাস প্রমুখ।

অনুষ্ঠানে পল্লী চিকিৎসকের পরিচয়, ছবি সহ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।