২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১১ আশ্বিন, ১৪৩০ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান

প্রাইভেটকারের সাউন্ডবক্সে ২৯ হাজার ইয়াবা, দু’যুবক আটক

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজার-টেকনাফ সড়কের রামু ক্রসিং হাইওয়ের তুলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ২৯ হাজার ২০০ পিস ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এসময় দু’যুবককে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের রামু ক্রসিং তুলাবাগান হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু আবদুল্লাহ।

আটকরা হলেন,মানিকগঞ্জের দৌলতপুর চকমীরপুর এলাকার আক্কাছ আলীর ছেলে আখলাকুল ইসলাম(২৩) ও মানিকগঞ্জের দৌলতপুর চকরীচরণ এলাকার হারুন রশীদের ছেলে মোঃ নুরনবী (২৫)।

রামু ক্রসিং তুলাবাগান হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু আবদুল্লাহ বলেন, একটি প্রাইভেট কারে করে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৭টা হতে রামুক্রসিং হাইওয়ে থানাধীন তুলাবাগান নামক স্থানে চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর ঢাকা-মেট্রো-গ-২৮-৬৪৭২ নাম্বারের প্রাইভেটকারটি ঘটনাস্থলে এলে থামানো হয়। তল্লাশীর এক পর্যায়ে সাউন্ড বক্সের ভিতর হতে ইয়াবার পুটলা উদ্ধার করা হয়। গুনে দেখে সেখানে ২৯ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় কারে থাকা
আখলাকুল ও নুরনবীকে আটক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

পুলিশ পরিদর্শক আবু আবদুল্লাহ আরো জানান, ইয়াবা উদ্ধার ঘটনায় মাদক আইনে মামলা করে উদ্ধার মালামালসহ তাদের রামু থানায় সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।