১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  বিদগ্ধজনদের নিয়ে বিরূপ মন্তব্য থেকে প্রতিপক্ষকে বিরত থাকার আহবান মেয়র প্রার্থী মাহাবুবের   ●  কক্সবাজার পৌরসভার উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন   ●  কক্সবাজারে ওয়ার্ল্ডফিশ এর সিনার্জিস্টিক পার্টনারশীপ কর্মশালা   ●  সাগরে ইঞ্জিল বিকল হয়ে ১৩ দিন ভাসতে থাকা ২১ জেলে জীবিত উদ্ধার   ●  চকরিয়া ও টেকনাফে শীঘ্রই চালু হচ্ছে কউকের জোনাল অফিস   ●  মরিচ্যায় ভয়ংকর অপহরণকারী সিন্ডিকেট শীর্ষক সংবাদের নিন্দা ও প্রতিবাদ   ●  পেশীশক্তির প্রদর্শন ও হুমকি দিয়ে নৌকা বিজয় ঠেকানোর চেষ্টা বোকামী : মেয়র প্রার্থী মাহাবুব   ●  র‍্যাবের জালে ধরা পড়ল ৯ লাখ ইয়াবাসহ ৫ মাদক কারবারি: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার   ●  ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার   ●  হাফেজখানা ও এতিমখানার ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়ের বিকল্প নেই; নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর বিজয়ের লক্ষ্যে জরুরি সভা করেছে জেলা আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত মেয়র পদপ্রার্থী মোঃ মাহাবুবুর রহমান চৌধুরীর নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেয়ে উন্নয়নের চিত্রগুলো তুলে ধরতে হবে।
জরুরি সভায় জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মমতাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা এস এম কামাল উদ্দিন, দলীয় মেয়র প্রার্থী মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী মাবু, ইউনুস বাঙ্গালী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রহিম উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা কৃষকলীগের সভাপতি আতিক উদ্দিন চৌধুরী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা তাতীলীগের সভাপতি আসিফ উল মওলা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রুমানাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পরামর্শমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ওলামা লীগসহ বিভিন্ন সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।