১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়ের বিকল্প নেই; নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর বিজয়ের লক্ষ্যে জরুরি সভা করেছে জেলা আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত মেয়র পদপ্রার্থী মোঃ মাহাবুবুর রহমান চৌধুরীর নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেয়ে উন্নয়নের চিত্রগুলো তুলে ধরতে হবে।
জরুরি সভায় জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মমতাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা এস এম কামাল উদ্দিন, দলীয় মেয়র প্রার্থী মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী মাবু, ইউনুস বাঙ্গালী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রহিম উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা কৃষকলীগের সভাপতি আতিক উদ্দিন চৌধুরী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা তাতীলীগের সভাপতি আসিফ উল মওলা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রুমানাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পরামর্শমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ওলামা লীগসহ বিভিন্ন সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।