২২ মার্চ, ২০২৩ | ৮ চৈত্র, ১৪২৯ | ২৯ শাবান, ১৪৪৪


শিরোনাম
  ●  যাত্রীবেশে ইয়াবা পাচারকালে রামু ক্রসিং হাইওয়ে থানায় আটক ১   ●  উখিয়ায় অভিযোগকারীদের উল্টো চিঠি ইস্যু করে অভিযুক্ত শিক্ষা অফিসার!   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৭ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  বৈরী আবহাওয়া : সেন্টমার্টিনগামি জাহাজ চলাচল বন্ধ   ●  চকরিয়ার দুটি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিলেন এমপি জাফর আলম   ●  রামুতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আস্থা ও বিশ্বাসের ঠিকানা   ●  চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত   ●  জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এমপি জাফরের   ●  কক্সবাজার জেলা কারাগারে দিনব্যাপী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন   ●  এমপি জাফরের কাছ থেকে শেখ রাসেল স্কুলের শিক্ষার্থীরা পেল স্মার্ট ব্যাগ ও শিক্ষা উপকরণ

পৌর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম শুরু

সংবাদ বিজ্ঞপ্তি : দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিক-নৌকা। ৭০ এর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়েও যখন পাকিস্তানীরা ক্ষমতা দিচ্ছিলোনা, তখন অবশেষে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেদিন বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন হয়েছিলো। ৭৫ এর ১৫ আগষ্ট স্বাধীনতাকে নস্যাৎ করার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছিলো। কিন্তু খুনিদের সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি। তার সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রমানিত হলো নৌকা মার্কায় ভোট দিলে দেশের মান্ষু সুখে ও শান্তিতে থাকে। ৩ মার্চ বিকালে স্থানীয় সমিতির পাড়ার স্কুল মাঠে ১ নং ওয়ার্ডের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি এড.সিরাজুল মোস্তফা, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান এসব বলেন।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের আওতাধীন ১ নং ওয়ার্ডের সভাপতি আতিক উল্লাহ কোম্পানির সভাপতিত্বে খালিদ বিন জাহেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, সহ-সভাপতি ডাঃ পরিমল দাশ, সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ, ইয়াহিয়া খান, শাহাদাত হোসেন মুন্না, জসিম উদ্দিন, সওরয়ার আলম, মোঃ ওমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল হোসাইন নাজিম, মিজানুর রহমান, এবি ছিদ্দিক খোকন, দুলাল দাশ, মেজবাহ উদ্দিন কবির, দেলোয়ার হোসেন জান্নু, আজিমুল হক আজিম, মোঃ ইলিয়াছ, চকরিয়া উপজেলার আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহাদাত উল্লাহ, নুর হোসেন, আবদু রশীদ, ছাবের আহমদ, মোস্তাক আহমদ, কামরুল ইসলাম রুবেল, জয়নাল, শুক্কুর, মোঃ সাহেদ, কামাল সহ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।