১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  বিদগ্ধজনদের নিয়ে বিরূপ মন্তব্য থেকে প্রতিপক্ষকে বিরত থাকার আহবান মেয়র প্রার্থী মাহাবুবের   ●  কক্সবাজার পৌরসভার উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন   ●  কক্সবাজারে ওয়ার্ল্ডফিশ এর সিনার্জিস্টিক পার্টনারশীপ কর্মশালা   ●  সাগরে ইঞ্জিল বিকল হয়ে ১৩ দিন ভাসতে থাকা ২১ জেলে জীবিত উদ্ধার   ●  চকরিয়া ও টেকনাফে শীঘ্রই চালু হচ্ছে কউকের জোনাল অফিস   ●  মরিচ্যায় ভয়ংকর অপহরণকারী সিন্ডিকেট শীর্ষক সংবাদের নিন্দা ও প্রতিবাদ   ●  পেশীশক্তির প্রদর্শন ও হুমকি দিয়ে নৌকা বিজয় ঠেকানোর চেষ্টা বোকামী : মেয়র প্রার্থী মাহাবুব   ●  র‍্যাবের জালে ধরা পড়ল ৯ লাখ ইয়াবাসহ ৫ মাদক কারবারি: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার   ●  ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার   ●  হাফেজখানা ও এতিমখানার ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

পোস্ট অফিসই হবে ই-কমার্সের কেন্দ্রবিন্দু : তারানা

file-4
দেশের সব পোস্ট অফিসকে অাইটি সেক্টরের গুরুত্বপুর্ণ পয়েন্ট ই-কমার্সের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, সেই লক্ষ্যে আমাদের প্রায় ১০ হাজার পোস্ট অফিসকে ই-কমার্সের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

বুধবার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ই-কমার্স পলিসি কনফারেন্সের তৃতীয় অধিবেশনে ‘বিজনেস লিডারশিপ ডায়ালগ অন ই-কমার্স’ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় বর্তমানে দেশে প্রায় এক হাজার কোটি টাকার ই-কমার্স বাজার তৈরি হয়েছে বলেও জানান তিনি।

ই-কমার্সে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে কে- তা এখনই নির্ধারণ করতে হবে মন্তব্য করে তারানা বলেন, এ বিষয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং গ্রাহক স্বার্থ বিবেচনা করে নীতিমালা তৈরি করতে হবে। এ খাতের উন্নয়নে সবাইকে নিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আইসিটি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে নিয়ে একযোগে কাজ করতে হবে।

পোস্ট অফিসকে ই-কমার্সের কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ খাতের উন্নয়নে ইন্টারনেটসহ প্রযোজনীয় অবকাঠামো রয়েছে। এখন উদ্যোক্তাদের ই-কমার্সের মূলভিত্তি তৈরি করতে হবে। দেশের সব পোস্ট অফিসকে ই-কর্মাসের সঙ্গে যোগ করতে চাই। পোস্ট অফিসগুলো ই-কমার্সের কেন্দ্রবিন্দু বা হাবে পরিণত করতে চাই। ই-কমার্সে অর্থায়নে সহযোগিতা করতে ব্যাংকের নীতিমালা থাকা উচিৎ বলে মত দেন তিনি।

সেমিনারে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, মূলধন কম থাকায় ই-কমার্স খাতে প্রবৃদ্ধি কম। তবে অগ্রগতি হচ্ছে।

পলিসি কনফারেন্সের দ্বিতীয় অধিবেশনে ‘লোকাল অ‌্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ সেমিনারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ক্ষুদ্র পুঁজির মালিকরা ই-কমার্স খাতে বিনিয়োগ করলেও শীর্ষ ব্যবসায়ীরা আসছেন না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।