৬ ডিসেম্বর, ২০২৪ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  চকরিয়ায় বনের জমিতে বিএনপি নেতাদের পশুর হাট   ●  গলায় ওড়না পেঁচিয়ে উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রী’র আত্নহত্যা   ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী

পেকুয়ায় ২টি মামলায় বি এন পি জামায়াতের ৬১ জন নেতাকর্মী আসামী

shomoy

বি এন পির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ কে গ্রেফতার করার পর পেকুয়ায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে দুইটি মামলা করছে। এ মামলা দুইটিতে বি এন পি জামায়াতের ৬১ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে। বি এন পির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ কে উত্তরা একটি বাসা থেকে আ’লীগের সাদাপোশাকধারী, র‌্যাব ও যৌথবাহিনীরা গ্রেফতার করার খবর ১১ মার্চ রাতে ওনার নিজ এলাকার লোকজনের কাছে পৌছলে তৎক্ষনাত বিক্ষোভে পেটে পড়ে সাধারণ লোকজন ও নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করলেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিক্ষোভকারীরা বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি গাড়ী ভাংচুর চালায়। এ ঘটনার পর দিন গত ১২ মার্চ সকালে পেকুয়া থানার এ এস আই শাহাজাহান কামাল বাদী হয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, পূর্বজোন বি এন পির সাধারণ সম্পাদক ও সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মাহাবুল করিম এমইউপি, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ রুবেল, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহছান উল্লাহ, টইটং ইউপির চেয়ারম্যান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, যুবদল নেতা ফজল, পেকুয়া সদর পশ্চিম জোন বি এন পির সভাপতি শাহনেওয়াজ আজাদ এমইউপি, উপজেলা শ্রমিকদলের সভাপতি মজিবুল হক চৌং, যুবদল নেতা আরিফুল ইসলাম বিটু, পশ্চিম জোন যুবদলের সাধারণ সম্পাদক ইমরুল হাসান ইমু, পেকুয়া চৌমুহুনী এলাকার মৃত ওকিল আহমদের পুত্র কবির হোসেন, দেলোয়ার হোসেন মিস্ত্রী, জাফরের পুত্র ছাত্রদলকর্মী নাছির উদ্দিন, টইটং হিরাবুনিয়া এলাকার রমিজ, মোশারফ, আবদুল খালেক, আজম ইকবালসহ ৩১ জনের নাম উল্লেখপূর্বক ২০-৩০ জন অজ্ঞাত আসামী দেখিয়ে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। গত ১২ মার্চ বৃহষ্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের মালিকনাধীন একটি পিকআপ ইট নিয়ে বাজারের যাওয়ার পথে পেকুয়া-মগনামা সড়কের আশরাফুল উলুম মাদ্রাসা পয়েন্টে গতিরোধ করে গাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পাওয়ার পর পরই পেকুয়া থানার ওসি আবদুর রকিব ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনা নিয়ে গত ১৪ মার্চ পেকুয়া থানার এস আই বিমল বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে গাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার দায়ে উপজেলা বি এন পির সভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহ কে প্রধান আসামী, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ রুবেল, পূর্ব জোন বি এন পির সাধারণ সম্পাদক ও সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মাহাবুল করিম এমইউপি, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহছান উল্লাহ, জামায়াতের আমীর মাষ্টার আবুল কালাম, পশ্চিম জোন যুবদলের সভাপতি জয়নাল, পশ্চিম জোন বি এন পির সভাপতি শাহনেওয়াজ মেম্বার, আইনজীবি হুমায়ন করিব সহ ৩০ জনের নাম উল্লেখপূর্বক ১৫/২০ জন অজ্ঞাত আসামী দেখিয়ে মামলাটি রের্কড করেন পেকুয়া থানার ওসি আবদুর রকিব। যার নং ৮। এ ঘটনা নিয়ে দুই দিন ধরে পেকুয়ায় চলছে চরম উত্তোজনা।
পুলিশ হন্য হয়ে খোঁজছে মামলার উল্লেখিত আসামীদের। আসামী ধরতে যৌথ বাহির্নীর সদস্যরা বিভিন্ন বেশে নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। আর এ মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল কালাম, আইনজীবি হুমায়ন কবিরকে।
এ ব্যাপারে মামলার বাদী পেকুয়া ওসি আবদুর রকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অপরাধীদের কে কোন ভাবে ছাড় দেওয়া যাবে না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।