৭ সেপ্টেম্বর, ২০২৪ | ২৩ ভাদ্র, ১৪৩১ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

পেকুয়ায় সালাহউদ্দিনের সন্ধান ও মুক্তিদাবীতে মহিলাদলের কাফন মিছিল

pic.pekua_mohiladol-28-03-15[1]
কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজ বি.এন.পির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের সন্ধান ও মুক্তিদাবীতে উপজেলা মহিলা দলের কর্মীরা মাথায় কাফনের কাপড় বেধে বিক্ষোভ মিছিল সহ ইউনিয়নে বিক্ষোভ মিছল অনুষ্ঠিত হয়েছে।২০দলীয় জোটের মুখপত্র হিসেবে দায়িত্ব পালনকালে ১০মার্চ থেকে নিখোঁজ হন পেকুয়ার সন্তান সালাহউদ্দিন আহমদ। দীর্ঘ ১৮দিনেও তার কোনপ্রকার সন্ধান না পাওয়ায় গত ২৮ মার্চ বিকালে পেকুয়া উপজেলা মহিলাদলের কয়েকশ নেতাকর্মী মাথায় কাফনের কাপড় বেঁেধ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পেকুয়া প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক হয়ে পেকুয়া বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে মহিলা দলের নেতাকর্মীরা বলেন, আমাদের জান নিয়ে সালাহউদ্দিন আহমদকে ফিরিয়েদিন। মিছিলটি এককিলোমিটার সড়কে প্রদক্ষিণকালে কয়েকদফা আইনশৃংখলা বাহিনীর সদস্যদের বাঁধার সম্মুখীন হয়ে বাকবিত-ার সৃষ্টি হলেও সর্বশেষ পেকুয়া বাজারের আওয়ামীলীগ অফিসের পাশে গিয়ে সমাপ্ত হয়। পেকুয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াছমিন ঝিনু বলেন, মৃত’্যর ভয়দেখিয়ে লাভ নেই আমাদের প্রাণ নিয়ে প্রিয় নেতা সালাহউদ্দিনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহবান  জানান। এদিকে উপজেলার ৭ইউনিয়নে বি.এন.পি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মসজিদে মসজিদে খতমে কোরান সহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত সালাহউদ্দিন আহমদ নিখোজ হওয়ার পর পেকুয়ায় সংবাদ পৌছলে স্থানীয় বি.এন.পি নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ প্রকাশ করে। এরপর র‌্যাব-বিজিবি সহ অতিরিক্ত পুলিশ পেকুয়ায় মোতায়েন করে ব্যাপক চিরোনী অভিযান চালিয়ে ধরপাকড় অব্যাহত রাখে। পরে বি.এন.পি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করলে নেতাকর্মীরা গ্রেফতার এড়াতে এলাকা ত্যাগ করে। যৌথ বাহিনীর অব্যাহত অভিযান ও গণগ্রেফতারে একপর্যায়ে পুরো পেকুয়া চকরিয়া পুরুষ শূণ্য হয়েগেলে সালাহউদ্দিন ইস্যূতে আন্দোলন চাঙ্গা করতে পারেনি বি.এন.পি-জামায়াত। মসজিদে মাদ্রাসায় খতমে কোরান মিলাদ রোযাপালন, মান্নত করে পেকুয়া চাকরিয়ায় সালাহউদ্দিনের জন্যে বিশেষ প্রার্থনা এখনো অব্যাহত রাখেছে সালাহউদ্দিনের সমর্থকরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।