১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  বিদগ্ধজনদের নিয়ে বিরূপ মন্তব্য থেকে প্রতিপক্ষকে বিরত থাকার আহবান মেয়র প্রার্থী মাহাবুবের   ●  কক্সবাজার পৌরসভার উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন   ●  কক্সবাজারে ওয়ার্ল্ডফিশ এর সিনার্জিস্টিক পার্টনারশীপ কর্মশালা   ●  সাগরে ইঞ্জিল বিকল হয়ে ১৩ দিন ভাসতে থাকা ২১ জেলে জীবিত উদ্ধার   ●  চকরিয়া ও টেকনাফে শীঘ্রই চালু হচ্ছে কউকের জোনাল অফিস   ●  মরিচ্যায় ভয়ংকর অপহরণকারী সিন্ডিকেট শীর্ষক সংবাদের নিন্দা ও প্রতিবাদ   ●  পেশীশক্তির প্রদর্শন ও হুমকি দিয়ে নৌকা বিজয় ঠেকানোর চেষ্টা বোকামী : মেয়র প্রার্থী মাহাবুব   ●  র‍্যাবের জালে ধরা পড়ল ৯ লাখ ইয়াবাসহ ৫ মাদক কারবারি: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার   ●  ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার   ●  হাফেজখানা ও এতিমখানার ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

পেকুয়ায় যুবককে গুলি করে হত্যা

guli-biddo_49105

পেকুয়া উপজেলার উত্তরমেহেরনামা আবদুল হামিদ সিকদারপাড়া এলাকায় ফরহাদ নামের এক যুবককে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা।

৬ মে বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মাষ্টার ইউনুছের পুত্র বলে জানা গেছে।

এতে জড়িত কেউ আটক হয়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পূর্ব শত্রুতার জের ধরেএ ঘটনা ঘটতে পারে স্থানীয়রা ধারণা করছেন।

তবে স্থানীয় কিছু লোক ছালেহ জঙ্গী প্রকাশ ছোটন নামের এক ব্যক্তি এ ঘটনার সাথে জড়িত বলে জানান। এ সময় আরো ৬/৭ জন সন্ত্রাসী তার সাথে ছিল বলে তারা জানায়। অভিযুক্ত জঙ্গি সম্পর্কে নিহত ফরহাদের জেঠতো ভাই।

স্থানীয় লোকজনের ভাষ্য মতে, অতি সন্নিকটে গিয়ে ফরহাদকে লক্ষ্য করে গুলি ছুঁড়া হয়। এতে সে মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি আবদুর রকিব এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

নিহত ফরহাদ চট্টগ্রাম কলেজ থেকে গণিত বিষয়ে অনার্স ও মাষ্টার্স শেষ করে। সে বর্তমানে একটি প্রাইভেট ফার্মে চাকুরীরত ছিল। কিছু দিনের মধ্যে তার বিয়ের আয়োজন হওয়ার প্রস্তুতি চলছিল। ঘটনার দিনও সে বিয়ের কাজে এসেছিল বলে তার পরিবারের লোকজন জানান।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।