৩ ডিসেম্বর, ২০২৩ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব   ●  কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর আলম   ●  ‘দিনে আত্মগোপনে, রাতে অস্ত্রের মহড়া বালু-পাহাড় খেকো তাহেরের!   ●  বিপুল ভোটে আবারও এমপি নির্বাচিত হয়ে কক্সবাজার-১ আসন শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে   ●  আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থকদের ব্যাপক বিক্ষোভ, স্বতন্ত্র হিসেবে লড়াইয়ের ঘোষণা   ●  এইচএসসিতে শতভাগ পাশে আবারো জেলায় শ্রেষ্ঠ রামু ক্যান্টনমেন্ট কলেজ   ●  রামুতে বালু-পাহাড় খেকো আবু তাহেরের ডেরায় যৌথ অভিযান   ●  টেকনাফে মালয়েশিয়া যাওয়ার পথে ৫৮ রোহিঙ্গা উদ্ধার : ৪ পাচারকারী আটক

পেকুয়ায় দুর্বৃত্তের আগুনে দুটি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

pic.pekua_fiar-06-03-15[1] পেকুয়ার টইটং নাপিতখালীতে দুর্বৃত্তের দেয়া আগুনে ২টি বসতঘর পুড়ে ভস্মিভ’ত হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও পেকুয়া ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, উপজেলার টইটং নাপিতখালী সিকদার বাড়ীর সৈয়দ আহমদ সিকাদারের লোকজন শূন্য বসতবাড়ীতে ৫ মার্চ দিবাগত রাত ৭টার দিকে দুর্বৃত্তরা আগুন দিলে দুটি বসতঘর ও একটি রান্নাঘর জ্বলে ভস্মিভ’ত হয়েযায়। এতে সৈয়দ আহমদ সিকদারের বসতঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, জায়গাজমির প্রয়োজনীয় কাগজপত্র ও প্রায় ৩শ আড়ি ধান পুড়ে অঙ্গার হয়েযায়। প্রত্যক্ষদর্শী ও সৈয়দ আহমদের স্ত্রী সাজেদা বেগম বলেন, গতদুদিন ধরে তিনি চিকিৎসার নিতে চট্টগ্রামে থাকা অবস্থায় লোকশূণ্য বসতঘর আগুনে  জ্বলেগেছে শুনে তিনি তার বিশ্ববিদ্যালয় পড়–য়া দুসন্তান সহ বাড়ীতে এসে দেখেন তার ছেলে সন্তান ও অসুস্থ স্বামীকে নিয়ে মাথাগুজার ঠাইটুকু দুর্বৃত্তরা জ্বালিয়েদিয়েছে। তিনি বলেন, তার স্বামীর ভাই আকতার আহমদ সিকদারের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে তার ছেলে হানিফ, ফয়সাল আকবর ও স্থানীয় ছাবের আহমদ দীর্ঘদিন ধরে তাকে বসতঘর থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে নানা ভাবে হয়রানি করে এসে শেষ পর্যন্ত তার বসতঘরটি জ্বালিয়ে দিয়ে স্বপরিবারে নি:শেষ করার পায়তারা হিসেবে এঘটনা ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, সৈয়দ আহমদ সিকদারের বসতঘরে আগুণ জ্বললেও আপন ভাই হয়েও মোখতার আহমদ সিকদারের পুকুর থেকে পানি নিয়ে গ্রাম বাসীকে আগুন নিবৃত করতে দেয়নি। পেকুয়া থেকে ধমকলবাহিনীর লোকজন আসার আগেই সব শেষ হয়েযায়। তারা আরো বলেন, আখতার আহমদের বাড়ীর লোকজন ফায়ার সার্ভিসের লোকজনকে পর্যন্ত কোনপ্রকার সহযোগীতা করেনি। গৃহকত্রী সাজেদা বেগম আরো বলেন, আমার ঘরে দুদিন ধরে কোন লোকজন ন্ইা তার ঘরে কোন প্রকার বিদ্যূতের সংযোগ নেই সেখানে আগুনে জ্বলে যাওয়া নাশকতা ছাড়া আর কিছুই তিনি মনে করছেননা বলে জানান। এদিকে টইটং ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন ও স্থানীয় মেম্বার সহ গন্যমান্য ব্যক্তিরা আগ্নিকান্ডস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে টইটং ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কিসের আগুনে বসতঘর ও দুটি রান্নাঘর জ্বলে গেছে তা নিশ্চিত না আকতার আহমদের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয় লোকজন মন্তব্য করতে শুনেছেন। পেকুয়া ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে হয়ত সৌর বিদ্যূতের শর্টসার্কিসেও আগুনের সূত্র পাত হতে পারে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।