১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৬


পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের পেকুয়ায় আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার প্রধান সড়ক থেকে অবৈধ ভাবে গড়ে ওঠা সিএনজি,টমটম ও অটোরিকশা কাউন্টার সরানোর জন্য যৌথ অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার ভূমি,বাংলাদেশ সেনাবাহিনীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পেকুয়া ও বাজার সমিতি ব্যবসায়ী সমবায় সমিতি।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাজার সমিতির যৌথ সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন, উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, বাংলাদেশ সেনাবাহিনী পেকুয়ার দায়িত্বরত কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিরণ সরওয়ার, পেকুয়া বাজার সমিতির সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিরণ সরওয়ার বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অভিযোগ ছিল পেকুয়া বাজার যানজট মুক্ত করা, যথাযত স্থানে কাউন্টার নির্ধারণ করা, রাস্তার উপর থেকে হকার সরিয়ে নিদিষ্ট স্থান নির্ধারণ করে দেয়াসহ আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে বাজারে অভিযান পরিচালনা করা হয়।
পেকুয়াকে আমরা একটি নিদিষ্ট পরিকল্পনার ভিতর নিয়ে আসতে যৌথ সমন্বয়ে কাজ করছি। আশা করি ভাল কিছু হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।