২ অক্টোবর, ২০২৩ | ১৭ আশ্বিন, ১৪৩০ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  সদর মডেল থানার নবাগত ওসি’র সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাক্ষাৎ   ●  কক্সবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে চ্যানেল আই এর বর্ষপূর্তি উদযাপন   ●  ফেভারিট চকরিয়া কে হারিয়ে মহেশখালী চ্যাম্পিয়ন   ●  মহেশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্পে ভিটেমাটি দিয়েও চাকুরির প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি   ●  উখিয়ার হলদিয়ায় ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম সিকদারের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত   ●  সেন্টমার্টিনের উপর পর্যটন নির্ভরতা কমানোর পরামর্শ দিলেন এমপি আশেক   ●  কক্সবাজারে ডিএনসির অভিযান ইয়াবাসহ একজন গ্রেফতার, প্রাইভেটকার জব্দ   ●  বিট কর্মকর্তা জহিরুলের সফল অস্ত্রোপচার, এখনো জ্ঞান ফিরেনি   ●  রামুতে দখলবাজদের হামলার ঘটনায় মামলা, শঙ্কামুক্ত নয় জহিরুল   ●  সাবেক এমপি এড. খালেকুজ্জামানের ২৩ তম শাহাদত বার্ষিকী আজ

পেকুয়ায় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার!

পেকুয়ায় অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১জানুয়ারী) দিবাগত রাতে শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া সাপেরগারা এলাকা থেকে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করেন।
আটকরা হলেন -একই এলাকার মৃত আকবর আহমদের ছেলে আবু তালেব (৪৭) ও তার ছেলে মোরশেদ (২২)। তারা সম্পর্কে পিতাপুত্র।
স্থানীয় বাসিন্দারা জানান, আবু তালেব ও মোরশেদের নেতৃত্বে একটি ডাকাতদল দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় অস্ত্র বেচাকেনা, ডাকাতি, ছিনতাই, চুরি করে আসছিল। তাদের কাছে জিম্মি ছিল শিলখালীর জারুলবুনিয়া ও টইটংয়ের মধুখালী এলাকার দশ হাজার মানুষ।
পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুমন সরকার বলেন, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র ও কিরিচ নিয়ে পাহাড়ি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একদল লোক অবস্থান করছে। এ খবর পেয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সাপেরগারা এলাকায় অভিযান চালায়। তার আগেই স্থানীয়রা আবু তালেব ও তার ছেলে মোরশেদকে আটক করে রাখে। এ সময় তাদের হেফাজত থেকে একটি দেশীয় তৈরি (এলজি) বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।
এদিকে স্থানীয় বাসিন্দা আলী হোসেন, শাহাব উদ্দিন, ছৈয়দ নুর, বেলাল, হেলাল, ফিরোজ আহমদ জানান, শিলখালী জারুলবুনিয়া ও টইটংয়ের মধুখালীসহ দুর্গম পাহাড়ী এলাকায় সম্প্রতি একাধিক বসতবাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাত আবু তালেব ও তার ছেলে মোরশেদের নেতৃত্বে বোরহান, সালাউদ্দিন, সাহাব উদ্দিন, হামিদা, জসিম ও কাইছারসহ আরো সাত আটজনের একটি দল অস্ত্রসহ পাহাড়ি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। পাহাড়ী এলাকায় বসবাসরত লোকজন তাদের কাছে জিম্মি ছিল। তাদের দুইজনকে আটক করায় পেকুয়া থানা পুলিশকে সাধুবাদ জানান তারা।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু তালেব ও মোরশেদকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। তারা দুজনেই চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। অস্ত্রসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।