৯ ডিসেম্বর, ২০২৩ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত   ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব

পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এড. রনজিত দাশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Picture Add
সনাতনী সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি ও সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর এড. রনজিত দাশের উপর গত ২০ মার্চ রাত ১০ ঘটিকার সময় সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত ২১ মার্চ বিকাল ৪ ঘটিকার সময় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, কক্সবাজার জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে হাজারো সনাতনী সম্প্রদায়ের বিক্ষোব্ধ জনসাধারণের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৌদ্ধ মন্দির সড়ক হয়ে হাসপাতাল সড়ক দিয়ে লালদিঘীর পাড়স্থ বঙ্গবন্ধু সড়কে জেলা শাখার সাধারণ সম্পাদক- বাবুল শর্মা’র সভাপতিত্বে, সদর উপজেলা শাখার সভাপতি দীপক দাশের পরিচালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা উপদেষ্ঠা দুলাল কান্তি চক্রবর্তী, সমীর পাল, দুলাল দাশ, দিলীপ রক্ষিত, সহ-সভাপতি রতন দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, কর্মকর্তা- এড. তাপস রক্ষিত, যুগ্ম সাধারণ সম্পাদক- দীপক শর্মা দীপু, চকরিয়া উপজেলা শাখার আহবায়ক- তপন কান্তি দাশ, পেকুয়া উপজেলা শাখার সভাপতি- সুমন বিশ্বাস, শহর শাখার সভাপতি- ডা: চন্দন কান্তি দাশ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক- এড. বাপ্পী শর্মা প্রমুখ। উক্ত সভায় একাত্বতা প্রকাশ করেন- জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ছাত্র-যুব-ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি ডালিম বড়–য়া, মোহাজের পাড়ার বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা জাবেদ মোঃ কায়সার নোবেল। এ সময় বক্তারা উদ্দেশ্য মূলক ও পরিকল্পিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। বক্তারা আরো বলেন অনতি বিলম্বে হামলাকারীদের গ্রেফ্তার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে সনাতনী সম্প্রদায়ের আপামর জনসাধারনকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। আগামী ২৪ তারিখ এ হামলার প্রতিবাদে কক্সবাজার জেলার আওতাধীন প্রত্যেক উপজেলায় বিক্ষোভ মিছিল করার ঘোষনা দেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা উপদেষ্টা সুভাষ ধর, রাখাল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক- স্বপন পাল নাজির, সাংগঠনিক সম্পাদক- স্বরূপম পাল পাঞ্জু, কর্মকর্তা- বিপুল সেন, বিশ্বজিৎ পাল বিশু, ইস্কনের অধ্যক্ষ, রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী, বেন্টু দাশ, সরস্বতী বাড়ীর প্রধান পুরোহিত- স্বপন ভট্টাচার্য্য, সুবিমল ভট্টাচার্য্য, লোকনাথ সেবাশ্রমের সাধারণ সম্পাদক- বিপ্লব মল্লিক শুভ, পৌর শাখার সাধারণ সম্পাদক- স্বপন গুহ, জেলা কর্মকর্তা- এড. প্রতিভা দাশ, দিপ্তী শর্মা, এড. সেবক পাল, প্রণব দেব (বাবুল), স্বপন দাশ, সুবীর চৌধুরী, কাঞ্চন দাশ, সাবেক শহর সভাপতি- মিটন পাল, সনজিত চক্রবর্তী, তপন দাশ, খুরুশকুল সভাপতি- অমল দে, সহ-সভাপতি- রনজিত কান্তি দে (মেম্বার), সাধারণ সম্পাদক- কফিল দে অশোক, চৌফলদন্ডী সভাপতি- নারায়ন দে, শিমুল পাল, খোকন দাশ, বলরাম পাল, মান্না সেন, প্রদীপ দাশ, জনি ধর, বাপন পাল, রাজীব দাশ, সাধন দাশ কমল, বুলবুল তালুকদার, সুমন পাল, দেবাশীষ দাশ দেবু, শাওন চক্রবর্তী, তাপস পাল, মিলন দাশ, রূপন মল্লিক, প্রদীপ মল্লিক, সুভাষ মল্লিক, রুবেল মল্লিক, বাবুল কর্মকার, এড. উজ্জ্বল দাশ, অমির দাশ, সুজন দাশ, হারাধন রুদ্র, রানা ভট্টাচার্য্য, নয়ন দাশ, কানন বিশ্বাস, সুমন দাশ, সনজয় দে, জুয়েল পাল, রিগ্যান শর্মা, অজিত দাশ, বিকাশ দাশ, পংকজ পাল, কৃষান দাশ, সবুজ দাশ, লিটন দাশ সহ হাজারো সনাতনী সম্প্রদায়ের লোকজন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।