২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৯ আশ্বিন, ১৪৩০ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ   ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান

পুষ্টি বিষয়ক বার্ষিক কর্ম পরিকল্পনা অনলাইনে দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা

সিভিল সার্জন অফিস কক্সবাজার, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের এবং নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর AMAN প্রকল্পের সহায়তায় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার সরকারি দপ্তরের পরিসংখ্যানবিদদের জন্য অনলাইনে পুষ্টি’র বার্ষিক কর্ম পরিকল্পনা অনলাইনে এন্ট্রি এবং এর অগ্রগতি পরিবীক্ষণ বিষয়ক একদিনের একটি প্রশিক্ষণ আজ ( ৮ আগস্ট) কক্সবাজারের একটি তারকা মানের হোটেলে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রাদিয়া আফরোজ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ডা. তাহেরুল ইসলাম খান, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. আকতার ইমাম , উপ-পরিচালক ডা. নুসরাত জাহান মিথেন, উপ- পরিচালক ডা. নুসরাত জাহান এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালের ট্যাকনিক্যাল এডভাইজার ইফতিয়া জেরিন।
আরো বক্তব্য রাখেন, মৎস্য, প্রাণ সম্পদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা পর্যায়ের কমকর্তাগণ। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা, কৃষি, মৎস্য প্রাণী সম্পদ, মহিলা বিষয়কসহ বিভিন্ন সরকারি দপ্তরের পরিসংখ্যানবিদদের তাদের সংশ্লিষ্ট দপ্তরের পুষ্টি বিষয়ক বার্ষিক কর্ম- পরিকল্পনা বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের অনলাইন ড্যাশ-বোর্ড এন্ট্রি’র বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বলা হয়, পুষ্টি বিষয়ক বার্ষিক কর্ম পরিকল্পনা নিয়মিত প্রনয়ন অনলাইনে তা এন্ট্রি এবং তার নিয়মিত অগ্রগতি যেন তদারকি করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।