৩০ মার্চ, ২০২৩ | ১৬ চৈত্র, ১৪২৯ | ৭ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  মহেশখালীতে উচ্ছেদ অভিযানে অবৈধ পাকা স্থাপনা ধ্বংস করলো বনবিভাগ; ৫০ একর বনভূমি দখলমুক্ত   ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর

পাগলীরবিলের নুরুল হাকিম ইয়াবাসহ ফরিদপুরে আটক

ইয়াবা পেটে নিয়ে প্লেনে কক্সবাজার থেকে ঢাকা, ফরিদপুরে আটক ইয়াবাসহ গ্রেফতার নুরুল হাকিম ইয়াবা পেটে নিয়ে প্রথমে কক্সবাজার থেকে উড়োজাহাজযোগে ঢাকায় আসেন নুরুল হাকিম (৩১) নামের এক যুবক। বিশেষ কায়দায় ইয়াবা বের করার পর বিক্রির জন্য ফরিদপুরে গিয়ে গ্রেফতার হন তিনি।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেফতার নুরুল হাকিম কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারের পাগলীর বিল গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নুরুল হাকিমকে ইয়াবাসহ টোল প্লাজা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

শামীম হোসেন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল জানান, তিনি কক্সবাজার থেকে বিশেষ পদ্ধতিতে প্যাক করা ইয়াবা পেটে নিয়ে উড়োজাহাজযোগে ঢাকায় আসেন। এরপর মলত্যাগের সঙ্গে ইয়াবাগুলো বের করেন। পরিষ্কারের পর পুনরায় প্যাক করে শরীরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচিয়ে ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে আসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।