২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে বর্ণাঢ্য রোড শো

নিজস্ব প্রতিনিধি:
আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস।
এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পর্যটন মেলার আয়োজন করেছে কক্সবাজারের জেলা প্রশাসন।
মেলার প্রচারণার অংশ হিসেবে রোড শো করেছে ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)।
গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সুগন্ধা পয়েন্ট থেকে রোড শো আরম্ভ হয়। কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।
টুয়াক সভাপতি এম রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজমল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান।
কর্মসূচিতে টুয়াক সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পর্যটনের অন্যতম অনুষঙ্গ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী চাঁদের গাড়িতে চড়ে বর্ণাঢ্য এ কর্মসূচিতে অংশগ্রহণ করে স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। বিশাল রোড শো টি হিমছড়ি, ইনানী হয়ে পাটোয়ারটেক পর্যন্ত যায়।
ব্যতিক্রমী এই কর্মসূচিতে থেকে পর্যটকরা বেশ আনন্দ উপভোগ করেছে। একসঙ্গে সুগন্ধা পয়েন্ট থেকে পাটুয়ারটেক পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছে তাদের। এতে পর্যটকদের আনন্দ-উচ্ছ্বাসের কমতি ছিল না।
এ প্রসঙ্গে টুয়াক সভাপতি এম রেজাউল করিম বলেন, বিশ্ব পর্যটন দিবসকে ঘিরে জেলা প্রশাসনের কার্নিভাল সফল ও সুন্দর করতে টুয়াক নিরলস কাজ করছে। তার অংশ হিসেবেই রোড শো আয়োজন করা হয়েছে। বিশেষ দিবসটিতে পর্যটকদের জন্য থাকছে বিশেষ সুযোগ-সুবিধা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।