৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ

পর্যটকদের ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল ওরা ৬ জন, র‌্যাবের অভিযানে ভন্ডুল 

নিজস্ব প্রতিবেদক:
সমুদ্র শহর কক্সবাজারের কলাতলী সৈকত এলাকায় পূজার ছুটিতে আসা পর্যটকদের ছিনতাইয়ের পরিকল্পনাকারি ছিনতাইকারি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
ছিনতাইকারি চক্রের সদস্যরা হলেন শহরের দক্ষিণ ঘোনারপাড়ার নুরুল ইসলামের ছেলে মো. নুরুচ্ছফা (২৬), সমিতি পাড়ার সিরাজের ছেলে মো. রুবেল (২০), একই এলাকার আমান উল্লাহর ছেলে মাহমুদুল হাসান (২০), মো. মতলবের ছেলে মো. আয়াছ (১৯), রিয়াজের ছেলে মো. রমজান (২০) ও মো. আবদুস সালামের ছেলে মো. রফিক (১৯)। এদের মধ্যে প্রথমজন ছাড়া অন্য সবাই শহরের ১নং ওয়ার্ডের সমিতি পাড়ার বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে। কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব জানিয়েছে, র‌্যাব গোপন সংবাদে জানতে পারে, কক্সবাজার শহরের কলাতলী ডলফিনস্থ একটি হোটেল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিয়ে কয়েকজন লোক অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে ওই স্থানে অভিযান চালানো হয়। তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানো চেষ্টাকালে ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩টি ছুরি, একটি হাতুড়ি, একটি টর্চলাইট, একটি ছোট লোহার শাবল ও দুইটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
র‌্যাবের দাবি, দূর্গাপূজা উপলক্ষে চারদিনের টানা ছুটিতে কক্সবাজারে আসা পর্যটকদের টার্গেট করে সুযোগ বুঝে তাদের কাছ থেকে মোবাইল, টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল তারা।
ধৃত ৬ জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, তারা বিভিন্ন সময় পর্যটকদের আটকে রেখে পরিবারের কাছে বিশাল অংকের মুক্তিপণ আদায় করতো।
এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দেয়া হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা মো. কামরুজ্জামান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।