১৭ অক্টোবর, ২০২৫ | ১ কার্তিক, ১৪৩২ | ২৪ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

পর্যটকদের ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল ওরা ৬ জন, র‌্যাবের অভিযানে ভন্ডুল 

নিজস্ব প্রতিবেদক:
সমুদ্র শহর কক্সবাজারের কলাতলী সৈকত এলাকায় পূজার ছুটিতে আসা পর্যটকদের ছিনতাইয়ের পরিকল্পনাকারি ছিনতাইকারি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
ছিনতাইকারি চক্রের সদস্যরা হলেন শহরের দক্ষিণ ঘোনারপাড়ার নুরুল ইসলামের ছেলে মো. নুরুচ্ছফা (২৬), সমিতি পাড়ার সিরাজের ছেলে মো. রুবেল (২০), একই এলাকার আমান উল্লাহর ছেলে মাহমুদুল হাসান (২০), মো. মতলবের ছেলে মো. আয়াছ (১৯), রিয়াজের ছেলে মো. রমজান (২০) ও মো. আবদুস সালামের ছেলে মো. রফিক (১৯)। এদের মধ্যে প্রথমজন ছাড়া অন্য সবাই শহরের ১নং ওয়ার্ডের সমিতি পাড়ার বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে। কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব জানিয়েছে, র‌্যাব গোপন সংবাদে জানতে পারে, কক্সবাজার শহরের কলাতলী ডলফিনস্থ একটি হোটেল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিয়ে কয়েকজন লোক অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে ওই স্থানে অভিযান চালানো হয়। তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানো চেষ্টাকালে ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩টি ছুরি, একটি হাতুড়ি, একটি টর্চলাইট, একটি ছোট লোহার শাবল ও দুইটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
র‌্যাবের দাবি, দূর্গাপূজা উপলক্ষে চারদিনের টানা ছুটিতে কক্সবাজারে আসা পর্যটকদের টার্গেট করে সুযোগ বুঝে তাদের কাছ থেকে মোবাইল, টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল তারা।
ধৃত ৬ জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, তারা বিভিন্ন সময় পর্যটকদের আটকে রেখে পরিবারের কাছে বিশাল অংকের মুক্তিপণ আদায় করতো।
এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দেয়া হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা মো. কামরুজ্জামান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।