৯ জুন, ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের বিষয়ে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী প্রতিবাদ   ●  পৌরবাসির সেবা নিশ্চিত করে একটি স্মার্ট কক্সবাজার শহর উপহার দিতে চাই : মেয়র প্রার্থী মাহাবুব   ●  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা   ●  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ আন্তঃ ইউনিয়ন ফুটবল চ্যাম্পিয়ন ভারুয়াখালী   ●  কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার, জেলা কমিটি বাতিল   ●  রামু সংস্কৃতিকর্মী-ক্রীড়াবিদ পুলক বড়ুয়ার মায়ের পরলোক গমন   ●  আইএমআইএ পরিবর্তন করে রোহিঙ্গাদের মোবাইল বিক্রয়ের সিন্ডিকেটের প্রধান মোর্শেদসহ ৫ জন গ্রেপ্তার   ●  বরইতলীর বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের জানাজায় এমপি জাফর আলম, শোক প্রকাশ   ●  সাধারণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের প্রতীক নৌকা; এ বিশ্বাস রক্ষায় আমি প্রতিক্ষাবদ্ধ : মেয়র প্রার্থী মাহাবুব   ●  কক্সবাজারে পৃথক দূর্ঘটনায় সড়কে প্রাণ গেল চারজনের

পথশিশুদের সম্পদে পরিণত করতে হবে : আ জ ম নাছির

nashir-pic20161025203608
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পথশিশুদের অবহেলা না করে সম্পদে পরিণত করতে হবে। সমাজের অবহেলার কারণে তারা পরিস্থিতির শিকার। পরিবার এবং সমাজের অবহেলা আর দায়িত্ববোধ না থাকার কারণে এসব পথশিশুরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের চান্দগাঁও স্বাধীনতা পার্কে পূর্বাশার আলো শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, পথশিশুদের পড়ালেখার পরিবেশ নিশ্চিত করে আলোকিত মানুষ হওয়ার সুযোগ সৃষ্টি করে দিতে হবে।
চট্টগ্রাম মহানগরীকে শিশুবান্ধব নগরীতে পরিণত করতে কর্পোরেশনের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। তাদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন।

উৎসবে উপস্থিত শিশুদের শিক্ষাসামগ্রী ও বস্ত্র প্রদান করা হয়। শিশু উৎসবে অংশ নেন শিশু সংগঠন সহযাত্রী, চারুলতা ও নগরফু ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, শ্রমিক নেতা সফর আলী প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।